জ্যামাইকায় বাংলাদেশির বাড়িতে আগুন : নিহত ৩, আহত ৪


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 23-04-2025

জ্যামাইকায় বাংলাদেশির বাড়িতে আগুন : নিহত ৩, আহত ৪

নিউইয়র্ক সিটির কুইন্সে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা এস্টেটের একটি বাড়িতে গত ১৮ এপ্রিল রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরো চার জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন ফায়ার ডিপার্টমেন্টের কর্মীও রয়েছেন। এই ঘটনায় বাড়ির মালিক মিসবাহ মাহমুদও গুরুতর আহত হয়েছেন। তিনি একটি হাসপাতাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, আহত মিসবাহ মাহমুদ হাসপাতালের আইসিউইতে আছেন। তার অবস্থা শঙ্কামুক্ত।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, বাংলাদেশি-আমেরিকান মিসবাহ মাহমুদের বাড়িতে অন্য কমিউনিটির মানুষ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এই ঘটনায় কমিউনিটিতে নানা কথা শুনা যাচ্ছে এবং মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। আহত মিসবাহ মাহমুদ বাংলাদেশি-আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ)-এর বোর্ড সদস্য। তার সুস্থতায় কমিউনিটি নেতৃবৃন্দ সবার দোয়া কামনা করেছেন।

পুলিশ জানায়, ইস্টার সানডের শুরুতেই রাত ১টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ৮৭-২৫ শেভি চেজ স্ট্রিটে অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ৯১১-এ খবর পেয়ে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। মৃত তিন পুরুষের বয়স ৪৫, ৫২ ও ৬৭ বছর। তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় জ্যামাইকা হসপিটাল সেন্টারে এবং অপর একজনকে কুইন্স হসপিটাল সেন্টারে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)