হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারির ব্যাগ চুরি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 23-04-2025

হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারির ব্যাগ চুরি

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম গত ২০ এপ্রিল রাতে রাজধানী ওয়াশিংটনের এক রেস্তোরাঁয় পরিবার নিয়ে খাবার খেতে গিয়ে নিজের ব্যাগ হারিয়েছেন। চুরি হওয়া ব্যাগে নগদ ৩ হাজার ডলার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি পরিচয়পত্র এবং আরো গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। প্রশ্ন উঠছে, যদি দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিজের সম্পত্তিই রক্ষা করতে না পারেন, তবে কোটি কোটি আমেরিকান নাগরিকের নিরাপত্তা তিনি কীভাবে নিশ্চিত করবেন? ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি চুরির ঘটনা নিশ্চিত করেছে। সূত্র জানায়, ঘটনার সময় নোম ‘ক্যাপিটাল বার্গার’ নামের একটি রেস্তোরাঁয় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করছিলেন। রাত প্রায় ৭টা ৫৫ মিনিটে এক ব্যক্তি এন-৯৫ মাস্ক পরে রেস্তোরাঁয় প্রবেশ করে এবং সেক্রেটারির টেবিলের কাছাকাছি বসে। পরে ওই ব্যক্তি তার পা দিয়ে ব্যাগটি আস্তে করে নিজের দিকে টেনে নিয়ে কোটের নিচে লুকিয়ে বেরিয়ে যায়। গোটা ঘটনাটি রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

চুরি হওয়া ব্যাগে ছিল ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির পারসোনাল আইডেনটিফিকেশন কার্ড, পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ব্ল্যাংক চেক, ড্রাইভিং লাইসেন্স ও চাবির একটি গুচ্ছ। ডিএইচএস মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, সেক্রেটারির পুরো পরিবার ওয়াশিংটনে ছিলেন, তিনি এই টাকা তুলেছিলেন পরিবারকে খাবার, কার্যকলাপ ও স্টারের উপহার দেওয়ার উদ্দেশ্যে।

ঘটনার সময় রেস্তোরাঁয় অন্তত দুইজন সিক্রেট সার্ভিসের সাদা পোশাক পরিহিত সদস্য উপস্থিত ছিলেন, যারা প্রধান প্রবেশদ্বারের কাছাকাছি বার কাউন্টারে বসেছিলেন। তবে নোম যেখানে বসেছিলেন তা ছিল দ্বিতীয় তলায়, ভিন্ন স্থানে। এটি এখনো নিশ্চিত নয়, চোর জানতেন ব্যাগটি একজন ক্যাবিনেট সদস্যের কি না। এ বিষয়ে প্রশ্ন করা হলে, হোয়াইট হাউস ইস্টার ইভেন্টে নোম বলেন, আমি এখনো কিছু বলতে পারছি না। এটি এখনো সমাধান হয়নি। সিক্রেট সার্ভিস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ডিএইচএসের সঙ্গে যোগাযোগ করতে বলে।

ক্রিস্টি নোম বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে কড়া নিরাপত্তা এবং অবৈধ অভিবাসীদের বিতাড়নে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি এর আগে সাউথ ডাকোটার গভর্নর ও মার্কিন কংগ্রেসের সদস্য ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)