১৯ ও ২০ এপ্রিল জ্যাকসন হাইটসের ‘সানাই পার্টি হলে’ অনুষ্ঠিত হলো নিউইয়র্ক ৪র্থ বাংলাদেশরেমিট্যান্স মেলা ২০২৫। কেবল বৈধপথে রেমিট্যান্স প্রেরণে সীমাবদ্ধ না থেকে অভিবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে লা গুয়ার্ডিয়া এয়ারপোর্টম্যারিয়ট হোটেলে অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ১৯ এপ্রিল নিউইয়র্কে ৪র্থ বাংলাদেশ রেমিট্যান্সমেলা ২০২৫ এর উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকের চেয়ারম্যানও এতে যোগ দেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষদেশগুলোর অন্যতম অ্যামেরিকা। এ দেশেবসবাসরত বাংলাদেশিরা স্বজনদের কাছে যে অর্থপাঠান, তাতে শক্তিশালী হয় অর্থনীতি। সাম্প্রতিক সময়ে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে কয়েকগুণ। এ ধারাকে অব্যাহত রাখতে চতুর্থবারের মতো নিউইয়র্কে আয়োজন করা হলো রেমিট্যান্স মেলার।
অর্থনীতিবিদ ড. বীরূপাক্ষ পালের সঞ্চালনা ও ডা. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা বলেন, মধ্যপ্রাচ্য রেমিট্যান্সের প্রধানবাজার হলেও অ্যামেরিকা থেকে যারা রেমিট্যান্স পাঠান তাদের মধ্যে দেশপ্রেম অনেক বেশি।
ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এক্সিম ব্যাংকে চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, সিটিজেন্স ব্যাংক চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ, এনসিসি ব্যাংকের ভাইসচেয়ারম্যান আব্দুস সালামসহ আরো বিভিন্ন ব্যাংকও মানি এক্সচেঞ্জ এর শীর্ষ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অবব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার দেশের উন্নয়নে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্বের কথা উল্লেখ করে এ আয়োজনের সাফল্য কামনা করেন। আয়োজকরা বলেন, এ মেলার ফলে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবেন।
রেমিট্যান্স ফেয়ার উপলক্ষ্যে নিউইয়র্ক স্টেট সিনেট একটি রেজুলেশন পাস করেছে। সেই সূত্রে রিপাবলিক্যান সিটি মেয়র প্রার্থী কার্টিস সিলিওয়া বাংলাদেশের অভিবাসীদের গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানের আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালামের উদ্যোগে নৈশভোজে সংগীত পরিবেশনা করেন- কৃষ্ণা তিথি ও শাহ মাহবুবসহ আরো অনেকে। ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাইহানুল ইসলাম চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২০ এপ্রিল জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ও সানাই পার্টি সেন্টারে বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের দ্বিতীয় দিনে অভিবাসী বাংলাদেশি সমাজের সামনে পুরস্কার ঘোষণা করেন ইউএস-বাংলাদেশ চেম্বার অবকমার্সের প্রেসিডেন্ট ডা. জিয়াউদ্দিন আহমেদ। অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্বে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ততথ্য উপাত্ত অনুযায়ী (অক্টোবর ২০২৪ থেকে মার্চ ২০২৫) বাংলাদেশের সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোয় প্রথম পুরস্কার পেয়েছে সোনালী ব্যাংক, দ্বিতীয় জনতা ব্যাংক ও তৃতীয় ইসলামী ব্যাংক। আমেরিকা থেকে বাংলাদেশের সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোয় প্রথম পুরস্কার পেয়েছে মাস্টার কার্ড, দ্বিতীয় পুরস্কার পেয়েছে মানিগ্রাম এবং তৃতীয় পুরস্কার পেয়েছে রিয়াফিনান্সিয়াল সার্ভিস। এছাড়া বাংলাদেশ কমিউনিটিতে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য সোনালীএক্সচেঞ্জ, বিএ এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসকে পুরস্কৃত করা হয়। আরো পুরস্কৃত হয়েছেন- রিয়া মানি ট্রান্সফারের কার্লোস, আকাশ এবং মিন্টো সাহা।
মাস্টার কার্ডের পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন: প্রতীক (ভাইস প্রেসিডেন্ট), ট্রেজারি-এর ইন্দ্রনীল (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), ট্রান্সফার সলিউসনসের মার্ক (ভাইস প্রেসিডেন্ট), ট্রান্সফার সলিউসনসের মালিক (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট)।
রেমিট্যান্স ফেয়ার উপলক্ষে আন্তর্জাতিক মানের প্রকাশনা গ্লোবাল বিজনেস এপ্রিল সংখ্যা প্রকাশিত হয়েছে।
প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন নুরুল বাতেন। সম্পাদক ছিলেন ফারুক আহম্মেদ। প্রচ্ছদ ও অঙ সজ্জা মাহবুব আলম, শিল্প সম্পাদনায় ছিলেন দেওয়ান আতিকুর রহমান।
রেমিট্যান্স ফেয়ারের শেষ দুদিন সানাই পাটি হলে সেমিনারের পাশাপাশি জ্যাকসান হাইটস এর ডাইভার সিটি প্লাজা চলে আনন্দ উৎসব। রেমিট্যান্স ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন ব্যাংকের শ্লোগান সমৃদ্ধ ব্যনার ফেসটুন এবং বাংলাদেশের জাতীয় পতাকা সকলের দৃষ্টি আকর্ষণ করে।
ডিজিটাল স্কিনে অংশগ্রহণকারী ব্যাংকগুলো তথ্য সমৃদ্ধ বিজ্ঞাপন প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে। দুদিনব্যাপী ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের তৃতীয় এবং শেষ দিন বৈধ রেমিট্যান্স প্রেরণে নিউইয়র্কের সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা শীর্ষক সেমিনারে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান এবং নবযুগ সম্পাদক শহাবুদ্দিন সাগর এবং সঞ্চালনায় ছিলেন ঞইঘ ২৪ এমডি আহসান উদ্দিন জুয়েল।
দু’দিনব্যাপী রেমিট্যান্স মেলাতে ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক এবং এনসিএল ব্যাংকের স্টলে প্রবাসী বাঙালিদের ভিড় করতে দেখা গেছে।
রেমিট্যান্স ফেয়ারের শেষ দুদিন সানাই পাটি হলে সেমিনারের পাশাপাশি জ্যাকসান হাইটস এর ডাইভার সিটি প্লাজা চলে আনন্দ উৎসব। রেমিট্যান্স ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন ব্যাংকের শ্লোগান সমৃদ্ধ ব্যানার ফেস্টুন এবং বাংলাদেশের জাতীয় পতাকা সকলের দৃষ্টি আকর্ষণ করে।
ডিজিটাল স্কিনে অংশগ্রহণকারী ব্যাংকগুলো তথ্য সমৃদ্ধ বিজ্ঞাপন প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে। দুদিনব্যাপী ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।