চায়নার হাসপাতাল চায় উত্তরবঙ্গের মানুষ


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 23-04-2025

চায়নার হাসপাতাল চায় উত্তরবঙ্গের মানুষ

বাংলাদেশে হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে চীন। হাসপাতালের নাম ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ রাখার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের জন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে। গণমাধ্যমের প্রকাশিত এমন খবরে উৎফুল্ল উত্তরবঙ্গের মানুষ। এ নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের দাবি-দাওয়া জানিয়ে যাচ্ছে। সভা-সমাবেশে বক্তারা বলেন, ‘ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এ হাসপাতাল স্থাপন এখন সময়ের দাবি। প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি, যাতে দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।’

সম্প্রতি ঠাকুরগাঁওয়ে এক হাজার শয্যার চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্পেশালিস্ট হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের ডা. নজরুল ইসলাম, সভাপতি ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক এ পারভেজ লাবু। 

লাবু বলেন, উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে এই হাসপাতাল অত্যন্ত জরুরি। ঠাকুরগাঁওয়ের জনগণের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

এতে আরো বক্তব্য রাখেন ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির সদস্য সচিব মোহাম্মদ মো.কসেদুল সোহাগ, রানীশংকৈল থানা কল্যাণ সমিতির সেক্রেটারি ওসমান গণি, ঠাকুরগাঁও জেলা সোসাইটির সভাপতি আসাদজ্জামান। সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)