ভেনেজুয়েলান অভিবাসীদের বহিষ্কার সাময়িকভাবে স্থগিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 23-04-2025

ভেনেজুয়েলান অভিবাসীদের বহিষ্কার সাময়িকভাবে স্থগিত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯ এপ্রিল ভোররাতে এক জরুরি আদেশে টেক্সাসের উত্তরের ব্লুবনেট ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলান অভিবাসীদের বহিষ্কার সাময়িকভাবে স্থগিত করেছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)-এর করা এক জরুরি আবেদনের জবাবে আদালত গভীর রাতে এই আদেশ দেয়। আবেদনে বলা হয়, অভিবাসন কর্তৃপক্ষ আটক অভিবাসীদের ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়ার সদস্য হিসেবে চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর তোড়জোড় করছে। অথচ এসব অভিবাসী আদালতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পাননি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী আদেশে টেক্সাসের উত্তরের ব্লুবনেট ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলান অভিবাসীদের ফেরত পাঠানোর নির্দেশ সাময়িকভাবে স্থগিত করেছে। ১৭৯৮ সালের একটি পুরোনো যুদ্ধকালীন আইন এলিয়েন এনিমি অ্যাক্ট অনুসারে অভিবাসীদের ফেরত পাঠানোর যে পরিকল্পনা করা হচ্ছিল, সেই প্রক্রিয়ায় এই স্থগিতাদেশ এসেছে।

এই রায়ে বলা হয়, আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত কোনো অভিবাসীকে এই আইনের আওতায় ফেরত পাঠানো যাবে না। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)-এর জরুরি আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়। এসিএলইউ অভিযোগ তোলে যে অভিবাসন কর্তৃপক্ষ এই পুরোনো আইনের আওতায় ফেরত পাঠানোর প্রক্রিয়া পুনরায় শুরু করেছে এবং ভেনেজুয়েলান অভিবাসীরা আদালতে নিজ অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছেন না।

সুপ্রিম কোর্টের বিচারপতি ক্লারেন্স থমাস এবং স্যামুয়েল এলিটো এই আদেশের বিরুদ্ধে মত দিয়েছেন। এলিটো রায়ে বলেন, আদালত তড়িঘড়ি করে এমন একটি সিদ্ধান্ত দিয়েছে যেটি আইনগতভাবে প্রশ্নবিদ্ধ এবং বিরল। তিনি অভিযোগ করেন যে, সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য শোনা হয়নি এবং আবেদন জমা দেওয়ার আট ঘণ্টার মধ্যেই এই আদেশ দেওয়া হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং উপপ্রধান স্টিফেন মিলার দাবি করেন যে, যেসব অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে, তারা আসলে ‘বিদেশি সন্ত্রাসী’। তাদের মতে, এসব অভিবাসীর মধ্যে অনেকেই ভেনেজুয়েলার কুখ্যাত অপরাধী গ্যাং ট্রেন দে আরাগুয়ার সদস্য। মিলার বলেন, আইন মেনে পরিচালিত অভিযানেই তাদের গ্রেফতার করা হয়েছে, এবং লেভিট বলেন, আমরা আত্মবিশ্বাসী যে আইনি লড়াইয়ে আমরা জয়ী হব। ব্লুবনেট ডিটেনশন সেন্টার যেখানে এই অভিবাসীরা বন্দি রয়েছেন, সেটি অ্যাবিলিনের উত্তরে অবস্থিত। এই এলাকায় আগে কোনো আদালত ফেরত পাঠানোর ওপর স্থগিতাদেশ দেননি, ফলে অভিবাসন কর্তৃপক্ষ এই সুযোগটি কাজে লাগাতে চেয়েছিল বলে অভিযোগ আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতি জেমস ওয়েসলি হেনড্রিক্স, যিনি ট্রাম্প প্রশাসনের সময়ে নিযুক্ত হয়েছিলেন, অভিবাসন কর্তৃপক্ষের বক্তব্যে সন্তুষ্ট হয়ে বলেন, তারা অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠাচ্ছে না। তবে এসিএলইউ তিনজন অভিবাসন আইনজীবীর শপথপত্র দাখিল করে জানায়, তাদের ক্লায়েন্টদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেই অনুযায়ী নোটিশও দেওয়া হয়েছে। গত মার্চে এলিয়েন এনিমি অ্যাক্টের আওতায় ২০০-এর বেশি ভেনেজুয়েলান অভিবাসীকে এল সালভাদরের সেন্টার ফর টি কনফাইনমেন্ট অব টেররিজম (সেকট) নামক কুখ্যাত কারাগারে পাঠানো হয়। এরপর আদালত আদেশ দেয়, ফেরত পাঠানোর আগে অভিবাসীদের ন্যায্য শুনানির সুযোগ দিতে হবে। এই আদেশ অমান্য করায় প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও ওঠে।

এসিএলইউর আইনি লড়াইয়ের ফলে আপাতত ভেনেজুয়েলান অভিবাসীদের ফেরত পাঠানো স্থগিত রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে পুনরায় আবেদন করতে যাচ্ছে, যাতে স্থগিতাদেশ তুলে নেওয়া যায়। এই ঘটনা অভিবাসন নীতি, মানবাধিকার ও প্রশাসনিক ক্ষমতার জটিল সংঘাতের প্রতীক হয়ে উঠেছে এবং পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত আসে, সেটি গোটা অভিবাসন ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)