কংগ্রেসওম্যান ম্যাকআইভারের বিরুদ্ধে হামলার অভিযোগ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 21-05-2025

কংগ্রেসওম্যান ম্যাকআইভারের বিরুদ্ধে হামলার অভিযোগ

নিউ জার্সির ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য লামোনিকা ম্যাকআইভারের বিরুদ্ধে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে ফেডারেল কর্মকর্তাকে বাধা দেওয়া ও হামলার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস। অন্যদিকে, নিউয়ার্কের মেয়র রাস বারাকার বিরুদ্ধে দায়ের করা অনুপ্রবেশ মামলাটি ১৯ মে, সোমবার প্রত্যাহার করা হয়েছে।

ঘটনাটি ঘটে ডেলানি হল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে, যেখানে ম্যাকআইভার ও আরও দুই কংগ্রেস সদস্য পরিদর্শনে গেলে মেয়র বারাকাকে আটক করা হয়। এরপর সেখানকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ম্যাকআইভার একদল বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির মধ্যে ছিলেন। তাঁর কনুই একজন কর্মকর্তার গায়ে লাগে, তবে তা ইচ্ছাকৃত, না অনিচ্ছাকৃত, তা ভিডিওতে স্পষ্ট নয়।

কংগ্রেসওম্যান ম্যাকআইভার অভিযোগ অস্বীকার করে এটিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি কংগ্রেসের তদারকির অধিকারকে দমন করার চেষ্টা। তাঁর আইনজীবী এই মামলাকে “মারাত্মকভাবে অনুপযুক্ত” উল্লেখ করে বলেন, একটি নির্বাচিত প্রতিনিধি হিসেবে ডিটেনশন সেন্টারে তদারকি করা ম্যাকআইভারের সাংবিধানিক দায়িত্বের অন্তর্ভুক্ত। সাবেক ইউএস অ্যাটর্নি পল ফিশম্যান বলেন, আইস পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার বদলে তা উত্তপ্ত করে তোলে। এখন তারা দোষ চাপাচ্ছে কংগ্রেসওম্যানের উপর।

অন্যদিকে, মেয়র বারাকা মামলার প্রত্যাহারে সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি মানবিক অভিবাসন নীতির পক্ষে কাজ চালিয়ে যাবেন এবং কংগ্রেসওম্যান ম্যাকআইভারের পাশে থাকবেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)