বর্ষবরণের রঙে রঙিন হলো জ্যামাইকা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-05-2025

বর্ষবরণের রঙে রঙিন হলো জ্যামাইকা

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে গত ১৭ মে হাজারো মানুষের ঢল নামে জ্যামাইকা, কুইন্স পিএস ১৩১ অ্যাবিগেল অ্যাডামস এলিমেন্টারি স্কুলের অডিটোরিয়ামে।

হ্যালো ২৪ ইউএসএ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বৃহৎ পরিসরে আয়োজন করেছে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩২। নিউইয়র্কের জ্যামাইকায় এলিমেন্টারি স্কুলের সুবৃহৎ ক্যাফেটেরিয়ায় সর্বমোট ২২টি স্টলে সুসজ্জিত হয় বৈশাখী মেলা ১৪৩২, স্টলজুড়ে সাজানো ছিল মহিলাদের সালোয়ার কমিজ, শাড়ি, গহনাসহ পুরুষদের পাঞ্জাবি, টিশার্ট, রকমারি পিঠা ও সুস্বাদু খাবারের আয়োজন। সন্ধ্যা ৭টায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে এলিমেন্টারি স্কুলের বিশাল অডিটোরিয়াম, এক জমকালো বর্ষবরণ সন্ধ্যা যার প্রথম পর্বে মরিয়ম মারিয়া মিউজিক স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় শিশু-কিশোরদের নাচ-গান ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শিরিন বকুল ও অভিনেতা তানভীরের উপস্থাপনায়, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, প্রতীক হাসান, শাহ মাহবুব, নিপা জামান, চন্দন চৌধুরী, ক্লোজআপ তারকা আরিফ, সজীব ও মরিয়ম মারিয়া সংগীত পরিবেশন করেন। এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আহসান হাবীব।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও সমাজসেবক ফখরুল ইসলাম দেলোয়ার, নিউইয়র্কের বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী শরাফ সরকার, শাহ কোরায়েশী, রিনা সাহা, খলিল বিরিয়ানির স্বত্বাধিকারী মোহাম্মদ খলিলুর রহমান, হ্যালো ২৪ ইউএসএর চেয়ারম্যান ও সিইও মাহামুদুল আলম, নবযুগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শিহাব উদ্দিন সাগর, টিবিএন ২৪-এর ভাইস প্রেসিডেন্ট এ এফ মিজবাহউজ্জামান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সারিসহ গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩২ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বাংলাদেশের বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মরিয়ম মারিয়া, যিনি একাধারে সংগীতের পাশাপশি জ্যামাইকা হিলসাইডে মরিয়ম মারিয়া মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষয়ত্রী।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)