বাজেটে কালো টাকা সাদা করার পদক্ষেপে রিজভীর সমালোচনা


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 04-06-2025

বাজেটে কালো টাকা সাদা করার পদক্ষেপে রিজভীর সমালোচনা

প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করলেন রুহুল কবির রিজভী। গত ৩ জুন মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের এক অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে এই সমালোচনা করেন।

তিনি বলেন, এই বাজেট শেখ হাসিনার সাথে পার্থক্য কি বলুন? শেখ হাসিনা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল আপনারাও দিয়েছেন। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা ডক্টর ইউনুস সাহেবের সরকার, মানুষ জানে সৎ সরকার। এই সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে এটা মানুষ জানতে চায়? এখন দেখছি, উনার (মুহাম্মদ ইউনুস) হাতে দিয়ে ওই সমস্ত লুটেরা, ব্যাংক-ডাকাতরা তাদের কাছে তো কালো টাকা- তারা যদি কালো টাকা সাদা করতে পারে তাহলে স্বাস্থ্য সেক্টার, শিক্ষা সেক্টার, অন্যান্য সেক্টার যদি বঞ্চিত হয়। ওইসব খাতে যদি বরাদ্দ না থাকে, সামাজিক সুরক্ষা খাতে যদি বরাদ্দ কম থাকে তাহলে তো মানুষের কল্যাণের কি হবে?

রিজভী বলেন, ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকার বাজেটে এই বাজেটের ২৩ শতাংশ উপরে যাবে শুধুমাত্র প্রশাসনের বেতনের জন্যে-তাহলে গরিব মানুষের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থায় আপনি কি রেখেছেন। সব টাকা- লাভের গুড় তো পিপড়ায় খেয়ে ফেলছে তাহলে জনগণের জন্য কি করলেন? আপনি স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে বরাদ্দ কম। আমার দরকার তো শিক্ষা খাতে, আমার বরাদ্দ তো স্বাস্থ্য খাতে। মানুষের ন্যূনতম স্বাস্থ্য সেবা এটা রাষ্ট্র দেখবে। তিনি বলেন. ড. ইউনুস সাহেব পৃথিবীব্যাপী অনেক কথা বলেছেন। আজকে যখন তার হাতে ক্ষমতা। তিনি তো গরীব মানুষকে ভালো রাখবেন। তিনি এক সময় বলেছেন, আমি ক্ষুধাকে দারিদ্রকে জাদু করে পাঠান- ড. ইউনুস সাহেবের কথা। এখন দেখছি, উনার হাতে দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। রিজভী বলেন, দেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল ডক্টর ইউনুসকে সমর্থন দিয়েছে যে আপনি দেশ ভালো চালান। তার হাতে যে বাজেট সে বাজেট কেনো গরীবকে আরো গরীব করা এবং মুদ্রাস্ফীতি কমানোর জন্য যে পদক্ষেপ সেটা তো বাজেটে আমরা দেখতে পাচ্ছি না। বরং মধ্যবতী ও নিম্ন মধ্যবর্তী, নিম্ন আয়ের মানুষের ওপর চাপ আরো বাড়বে-এটা অর্থনীতিবিদরা বলছেন, এটা আমার কথা নয়।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণের উপলক্ষ্যে এই অনুষ্ঠান হয়। তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)