ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব : সালাহউদ্দিন


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 04-06-2025

ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব : সালাহউদ্দিন

‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তাব প্রায় সব দলের, এখন সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার’ বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন আহমেদ। ২ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ-রকম মন্তব্য করেন।

তিনি বলেন, আজকের বক্তব্যে প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে, ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য প্রায় সবার প্রস্তাব আছে। এখন প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন, সেটা আমরা আশা করি এবং আমরা মনে করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন। কারো প্রতি রাগ-বিরাগ প্রদর্শন করবেন না। জাতি তার কাছ থেকে চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে, আমরাও আশা করি।

সালাহউদ্দিন বলেন, আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা খুবই সম্ভব। এর আগে জরুরিভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী সেগুলো চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করি। বিকাল সাড়ে ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, ন্যাশনাল রিপাবলিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এক মাসের মধ্যে সংস্কার বাস্তবায়ন সম্ভব

সালাহউদ্দিন আহমেদ বলেন, এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। ইতিমধ্যে আজকে রিপোর্ট পেয়েছি, আইন মন্ত্রণালয়ে অনেকগুলো অর্ডিন্যান্স এবং অনেকগুলো সংশোধনী এসেছে বিভিন্ন সেক্টরে যেগুলো অলরেডি বাস্তবায়ন হয়েছে এবং অনেকগুলো বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে আছে, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব, নির্বাহী আদেশের মাধ্যমে সম্ভব এবং কিছু কিছু সংস্কার অফিস আদেশের মাধ্যমে সম্ভব। বিশেষ করে সংবিধান সংশোধনী ব্যতিরেকে অন্যসব সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী ও অফিস আদেশের মাধ্যমে এক মাসের ভেতর বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের বাইরে যাওয়ার একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টি আমরা বোঝাতে সক্ষম হয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংক্রান্ত যেসব প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, সেগুলো আমাদের সঙ্গে আলোচনা হয়েছে.. সেটা তো আগামী এক মাসের ভেতরে ওনারা যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন, তাতে একটা ঐকমত্যে আসা সম্ভব, সনদে আসা সম্ভব। কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে- সব দল যেসব বিষয়ে একমত হবে, এমন আমরা আশাও করি না। তবে যেগুলোতে আমরা ঐকমত্যে আসতে পারবো, সেই বিষয়গুলো অবশ্যই জাতীয় সংসদে সংশোধনী হবে এবং তার আগে ঐকমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট। সেটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও আসবে এবং জাতির কাছে একটা অঙ্গীকার হিসেবে থাকবে।

ঐকমত্য কমিশনের প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমার কাছে মনে হয়ে ওনারা যথেষ্ট আন্তরিক। তবে ওনারা যথেষ্ট সময়ক্ষেপণ করেছেন। আমরা আশা করি আর বেশি সময় নেবেন না। এ মাসের মধ্যে সবকিছু কম্পাইল করা সম্ভব হবে বলে আমরা মনে করি। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)