প্যালেস্টাইন নিয়ে পাঠদান : শিক্ষিকা বরখাস্ত, স্কুল ডিসট্রিক্টের বিরুদ্ধে মামলা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-06-2025

প্যালেস্টাইন নিয়ে পাঠদান : শিক্ষিকা বরখাস্ত, স্কুল ডিসট্রিক্টের বিরুদ্ধে মামলা

প্যালেস্টাইন বিষয়ে পাঠদানে সহিংস প্রতিক্রিয়া, শিক্ষিকার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে ফিলাডেলফিয়ার এক কৃষ্ণাঙ্গ মুসলিম শিক্ষিকা কেজাইয়া রিজওয়েকে বরখাস্ত করার প্রতিবাদে ফিলাডেলফিয়া স্কুল ডিসট্রিক্টের বিরুদ্ধে ১৩ মে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছেন। এই মামলাটি ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব পেনসিলভানিয়ার ফেডারেল কোর্টে দায়ের করা হয়েছে। এতে বলা হয়েছে, রিজওয়ের মতপ্রকাশের অধিকার ও সংবিধান-স্বীকৃত ছাত্র অধিকার সংক্রান্ত কর্মসূচির প্রতি তার সমর্থনের কারণে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, স্কুল কর্তৃপক্ষ তাকে নানাভাবে বৈষম্য ও প্রতিশোধমূলক আচরণ করেছে, যার ফলে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তাকে শ্রেণিকক্ষ থেকে বরখাস্ত করা হয়। দায়েরকৃত মামলায় মুসলিম শিক্ষিকা দাবি করেছেন, তার মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষ তার প্রতি ধারাবাহিক বৈষম্য ও প্রতিশোধমূলক আচরণ করেছে।

কেজাইয়া রিজওয়ে ২০১৬ সাল থেকে ফিলাডেলফিয়ার নর্থ ইস্ট হাই স্কুলে ইতিহাস ও সাংস্কৃতিক নৃতত্ত্ব পড়িয়ে আসছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে, প্যালেস্টাইন প্রসঙ্গে শিক্ষাদান এবং কৃষ্ণাঙ্গ ও মুসলিম শিক্ষার্থীদের অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার কারণে তাকে শ্রেণিকক্ষ থেকে বরখাস্ত করে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে রিজওয়ে এবং এক সহকর্মী ‘প্যালেস্টাইনে গণহত্যা কীভাবে শিক্ষায় অন্তর্ভুক্ত করা যায়’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা করেন। ডিস্ট্রিক্ট শুরুতে এটি অনুমোদন করলেও ২৪ ঘণ্টার মধ্যে প্রো-ইসরায়েল গোষ্ঠীর আপত্তিতে তা বাতিল করে। এরপর রিজওয়ে একটি স্বাধীন জোট ‘রেসিয়াল জাস্টিস অর্গানাইজিং’-এর ব্যানারে একই বিষয়বস্তু নিয়ে এক প্রেজেন্টেশন আয়োজন করেন, যা নিয়ে আবারও বিতর্ক সৃষ্টি হয়।

২০২৪ সালের শুরুর দিকে, ব্ল্যাক হিস্ট্রি মান্থ উপলক্ষে শিক্ষার্থীদের তৈরি একটি পডকাস্ট, যা প্যালেস্টাইন ম্যুরালের ওপর ভিত্তি করে তৈরি, তা স্কুল অ্যাসেম্বলিতে প্রদর্শনের পর ‘ইহুদিবিদ্বেষী’ বলে অভিযুক্ত হয়। পরে সেই ভিডিও নিষিদ্ধ করা হয়।

সেপ্টেম্বর ২০২৪-এ একটি অভিযোগের ভিত্তিতে দাবি করা হয়, রিজওয়ে তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় একটি প্রো-ইসরায়েল গোষ্ঠীর বিরুদ্ধে হুমকি দিয়েছেন। এরপরই তাকে বরখাস্ত করা হয় এবং শহরের মুসলিম এনগেজমেন্ট কমিশন থেকেও পদত্যাগে বাধ্য করা হয়। মামলায় বলা হয়, রিজওয়ের বরখাস্ত হওয়া ছিল একটি প্রতিশোধমূলক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল গাজা সংকটে তার রাজনৈতিক অবস্থান ও ডিস্ট্রিক্টে ইসলামফোবিয়া ও বৈষম্যের অভিযোগ তুলে ধরার কারণে তাকে দমন করা।

রাব্বি অ্যারি লেভ ফোরনারি বলেন, এই গোষ্ঠী, জেবিশ মার্কিন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যালায়েন্স, ফিলাডেলফিয়ার ইহুদি সম্প্রদায়ের একটি ক্ষুদ্র অংশ, যারা ইহুদি পরিচয় ও জায়নিস্ট মতাদর্শকে এক করে সব সমালোচনাকে রুদ্ধ করতে চায়। স্থানীয় শিক্ষক ইথান কোহেন বলেন, আমার ছাত্ররা বলেছে, তারা গণহত্যা সংক্রান্ত অন্যান্য কোর্সে প্যালেস্টাইন নিয়ে কিছু শেখেনি। এ বিষয়গুলো নিয়ে ক্লাসে আলোচনা তাদের কণ্ঠকে নতুন করে ফিরিয়ে এনেছে। মামলা দায়েরের পর ফিলাডেলফিয়ার নেতৃবৃন্দ এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন, তারা রিজওয়ের এই মামলার সঙ্গে সংহতি প্রকাশ করছে। কনফারেন্সে উপস্থিত ছিলেন কেয়ার ফিলাডেলফিয়ার নির্বাহী পরিচালক আহমেদ তেকেলিওগ্লু, মামলার প্রধান আইনজীবী স্পেনসার হিল, ইহুদি ধর্মযাজক রাব্বি অ্যারি লেভ ফোরনারি, এবং স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা।

এই মামলাটি কেবল একজন শিক্ষকের নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষার পরিসরে বৈচিত্র‍্য ও মানবাধিকার প্রসঙ্গে জাতীয় আলোচনার দরজা খুলে দিয়েছে। ফিলাডেলফিয়া স্কুল ডিস্ট্রিক্ট কীভাবে এই অভিযোগের প্রতিক্রিয়া জানায় এবং আদালত কী সিদ্ধান্ত দেয়, তা শুধু রিজওয়ের জন্যই নয়, ভবিষ্যতের শিক্ষা পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)