এনওয়াইপিডিতে পদোন্নতি পেলেন পাঁচ বাংলাদেশি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-06-2025

এনওয়াইপিডিতে পদোন্নতি পেলেন পাঁচ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডিতে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান পাঁচ কর্মকর্তা। সম্প্রতি এনওয়াইপিডি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তাদেরসহ সংস্থটিতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন কমিশনার জেসিকা টিচ। ওই সময় পদোন্নতিপ্রাপ্তদের স্বাগত জানানোর পাশাপাশি সিটিকে নিরাপদ রাখতে তাদের আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি। এর আগে এনওয়াইপিডির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতি অনুষ্ঠানে আসেন কমিশনার জেসিকা টিচ।

আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এনওয়াইপিডির পদোন্নতিপ্রাপ্তদের হাতে পুলিশ কমিশনার একে একে সনদ তুলে দেন। বাংলাদেশি আমেরিকান পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান দুইজন। তারা হলেন- শেখ আহমেদ ও মোহাম্মেদ আহমেদ। এছাড়া পুলিশ অফিসার মোহাম্মদ শোয়েব ও মোহাম্মদ আলী সার্জেন্ট পদে এবং মাইনুল হাসান ডিটেকটিভ পদে পদোন্নতি পান।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজেদের দায়িত্বশীলতার পাশাপাশি পরিবারের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন পুলিশ কমিশনার। গত ৩২ বছরের ইতিহাসে এবার প্রথম মেমোরিয়াল ডে কেন্দ্রিক নিউইয়র্ক সিটিতে কোনো বন্দুক হামলার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন এ কে এম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদোন্নতি পাওয়া বাংলাদেশি কর্মকর্তাদের অভিনন্দন ও শুভকামনা জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)