শহিদ জিয়ার শাহাদতবার্ষিকীতে যুক্তরাষ্ট্র বিএনপির দোয়া


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-06-2025

শহিদ জিয়ার শাহাদতবার্ষিকীতে যুক্তরাষ্ট্র বিএনপির দোয়া

স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলটি গত ২ জুন বাদ মাগরিব জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, প্রতিষ্ঠাতা সদস্য ও সুবর্ণ জয়ন্তী কমিটির সিনিয়র সদস্য সচিব মোশাররফ হোসেন সবুজের পরিচালনায় দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও সূবর্ণ জয়ন্তী কমিটির যুগ্ম আহবায়ক, বিশেষ অতিথি আব্দুল সবুর, ডা. আব্দুস সবুর, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম বাসেত রহমান।

বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরোয়ার্দী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জাবেদ উদ্দিন, মনির হোসেন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জাকির হাওলাদার, সালেহ আহমেদ চৌধুরী, মৃধা মোহাম্মদ জসীম, এজেএম জাহাঙ্গীর হোসাইন, জাফর তালুকদার, মাসুদ হোসেন, মাজহারুল ইসলাম মিরন, আবুল কালাম, ছাইদুর খান ডিউক, কামাল হাওলাদার, রাশেদ চৌধুরী বিপ্লব, আলী করিম, মাওলানা আবুল কালাম, আলী আজম, হুমায়ুন কবির, আহমেদ বাচ্চু, মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাদেক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে বিভ্রান্তির মধ্যে রেখে প্রধানমন্ত্রীর আশায় পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। আর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনবাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণাতেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন, আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এবার দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি ৩০ মে কে জাতীয় শোক দিবস ঘোষণা করা হোক। তারা আরো বলেন, জিয়া মানেই বাংলাদেশ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)