সিটি কম্পট্রোলার প্রার্থী মার্ক লেভিনকে সিইউডিসি’র সমর্থন


দেশ ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-06-2025

সিটি কম্পট্রোলার প্রার্থী মার্ক লেভিনকে সিইউডিসি’র সমর্থন

আগামী ২৪ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে। কম্পট্রোলার পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ম্যানহাটান বরো প্রেসিডেন্ট মার্ক লেভিন-কে সমর্থন জানালো বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন ‘কমিউনিটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ক্লাব-সিইউডিসি’। এ উপলক্ষ্যে সোমবার (২ জুন) সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মার্ক লেভিন বলেন, নিউউয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি একটি উদীয়মান কমিউনিটি। সিটির সকল নির্বাচনেই এখন বাংলাদেশী কমিউনিটি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, সিটির পাঁচ বরোর বাংলাদেশী ভোটারদের ভোট পেলেই আমি জয়ী হবো- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি সকল বাংলাদেশী-আমেরিকানের ভোট প্রার্থনা করেন। 

সিইউডিসি’র সভাপতি মিজান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি সৈয়দ আল আমীন রাসেল। অনুষ্ঠানে সিটি কম্পট্রোলার পদে মার্ক লেভিন-কে সমর্থন জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্র্যাট পার্টি লীডার ড. দিলীপ নাথ, সংগঠনের অন্যতম উপদেষ্টা আনিসুল কবীর জাসীর, সহ সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম সনি, জয়েন সেক্রটারি আহমেদ সোহেল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাব্বী সৈয়দ, বাবুল হাওলাদার, উপস্থাপিকা সোনিয়া শারমীন সিরাজ, দেলোয়ার মানিক প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং কম্পট্রোলার পদপ্রার্থী মার্ক লেভিন-কে পরিচয় করিয়ে দেন সভাপতি মিজান চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন মার্ক লেভিন-এর ক্যাম্পেইন কমিটির জাভেদ বসু ও নাহিদ করীম। 

সভায় বক্তারা কম্পট্রোলার পদপ্রার্থী মার্ক লেভিন-কে একজন যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন তিনি শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেলেও তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সিটি কাউন্সিলম্যান এবং ম্যানহাটান বরোর মতো গুরুত্বপূর্ণ বরোর নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। এবার তিনি তার মেধা আর যোগ্য দিয়ে সিটির বড় পরিসওে দায়িত্ব পালন করতে চান। বক্তারা বলেন, তিনি সিটি মধ্যম আয়ের মানুষের জন্য একজন যোগ্য প্রার্থী। বিশেষ করে সিটির হাউজিং সমস্যার তিনি কমিউনিটির পাশে থাকতে চান। 

ম্যানহাটান বরো প্রেসিডেন্ট মার্ক লেভিন তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সবাইকে ‘আসসালামু আলাইকুম’ জানিয়ে বাংলায় বলেন, আপনারা কেমন আছেন। পরবর্তীতে তিনি বলেন, সিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করার ফলে তিনি বাংলাদেশী সহ সকল কমিউনিটির সমস্যা অবহিত আাছেন। বিশেষ করে সিটির হাউজিং সমস্যা সহ অন্যান্য সমস্যা অবগত। তাই নির্বাচিত হলে তিনি এসব সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চান। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন উদ্যোগ নানা সমস্যা বাড়িয়ে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প একজন ইমিগ্র্যান্ট বিরোধী প্রেসিডেন্ট। 

মার্ক বলেন, সিটির সকল নির্বাচনেই এখন বাংলাদেশী কমিউনিটি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আমেরিকান রাজনীতিতে বাংলাদেশীরা উদীয়মান হয়ে উঠছে। সিটির পাঁচ বরোর বাংলাদেশী ভোটারদের ভোট পেলেই আমি জয়ী হবো। 

পরে তিনি অনুষ্ঠান উপস্থিত বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক এবং সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)