শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাহাদাতবার্ষিকী পালন জিয়া পরিষদের


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-06-2025

শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাহাদাতবার্ষিকী পালন জিয়া পরিষদের

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র জিয়া পরিষদ। এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় জ্যামাইকায় একটি পার্টি সেন্টারে। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের আহবায়ক ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ সভাপতি শামসুল ইসলাম মজনু। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা মহিউদ্দিন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব প্রফেসর সাঈদ আজাদ, তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সদস্য সচিব জাকির হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড: এন্তাজুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজাউল করিম (মার্শাল মুরাদ), এম এ সবুর, মোশারফ হোসেন সবুজ, এডভোকেট বদরুল হায়দার তোতা, মাজহারুল ইসলাম মিরন, শাহাদত হোসেন রাজু, মনিরুজ্জামান মনির, মির্জা আজম, আব্দুল কুদ্দুস, সৈয়দ মোরসেদুল ইসলাম বিলু, জসিম মৃদা, ইঞ্জিনিয়ার মোসারফ, দেলোয়ার হোসেন মানিক, ফজলুর রহমান, হারুন রশিদ ও লুৎফর রহমান, আমেরিকান মূলধারার রাজনীতিবিদ মাজেদা উদ্দিন।

আলোচনায় শহীদ জিয়ার আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ, তার ১৯ দফা ইত্যাদি বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। বিএনপির ৩১ দফা ও বাংলাদেশের সংস্কার নিয়েও কোন কোন বক্তা বক্তব্য রাখেন। সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়ার কথা বলতে গিয়ে কেউ কেউ খুব আবেগপ্রবণ হয়ে উঠেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)