২৭ ও ২৮ জুন রোড মার্চ বাম জোট ও বাম মোর্চার


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 18-06-2025

২৭ ও ২৮ জুন রোড মার্চ বাম জোট ও বাম মোর্চার

বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার যৌথ সভায় চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের লিজ দেওয়া এবং রাখাইনে করিডোর/প্যাসেজ দেওয়ার পরিকল্পনা বাতিলের দাবিতে আগামী ২৭ ও ২৮ জুন ২০২৫ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে দেশপ্রেমিক জনগণের রোডমার্চ সফল করার জন্য দেশবাসী প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত এই যৌথ সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার লন্ডন সফরে, “ জনগণ টাকা খেয়ে ভোট দেয়”-এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করে নেতৃবৃন্দ বলেছেন, সাধারণ জনগণকে অপমান করার অধিকার প্রধান উপদেষ্টার নেই।

সভায় প্রধান উপদেষ্টার লন্ডন সফরে যে রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে, সামগ্রিক বক্তব্য দেশবাসীর সামনে তুলে ধরার দাবি জানানো হয়। সভায় মার্কিন মদদে ইসরাইল কর্তৃক ইরানে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জায়নবাদী ইসরাইলের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় ‘ ১৪ জুন মাগুরছড়া এলাকায় গ্যাস কূপ বিস্ফোরণের ২৮ বছর’ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মার্কিন অক্সিডেন্টাল কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় না করায় এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে দায়িত্ব পালন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূইয়া, বাংলাদেশের সোসালিস্ট পার্টির শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের বেলাল চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশকে ঘিরে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তির যেকোনো চক্রান্ত সম্পর্কে সজাগ থেকে, রুখে দাঁড়াতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)