খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ এ জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 21-06-2025

খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ এ জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।

শুক্রবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে স্ত্রীসহ আসেন জার্মান রাষ্ট্রদূত।

এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)