ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর নিউইয়র্ক এ সতর্কতা


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 22-06-2025

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর নিউইয়র্ক এ সতর্কতা

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) সতর্কতা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে।

এনওয়াইপিডি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাড়তি সতর্কতা হিসেবে নিউইয়র্ক শহরের ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা ফেডারেল সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করছি।

প্রায় ৮০ লাখ বাসিন্দার এই শহরে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কি না, তা পর্যবেক্ষণ করছে পুলিশ। 

সূত্র: আল জাজিরা 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)