টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 06-07-2025

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এখনও শত উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার হওয়া মৃতদের মাঝে ১৫ জন শিশুও আছে।

সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, ৩৬ ঘণ্টা হয়ে গেলেও এখনও সামার ক্যাম্পের ২৭ জন শিশু নিখোঁজ রয়েছে। তবে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন কাউন্টি শেরিফ ল্যারি এল. লেইথা।

তিনি বলেছেন, ‘উদ্ধার কাজ চলছে, এবং চলবে। যতক্ষণ না আমরা সবাইকে খুঁজে পাই।’ কয়েকটি পরিবার ইতোমধ্যে তার সন্তানের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এখন পর্যন্ত ৮৫০ জন মানুষকে উদ্ধার করা হয়েছে। 

মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল।

যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার  জরুরি সতর্কতা  ঘোষণা করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি) উত্তর-পশ্চিমে অবস্থিত এ এলাকায় বজ্রসহ ভারি বৃষ্টি হয়েছে।

কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাননি তারা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর পানি বিপৎসীমার ওপরে চলে যায়।

রাইস আরও বলেন, পুরো ঘটনাটি দুই ঘণ্টারও কম সময়ে ঘটেছে। এত দ্রুত বন্যা হয়েছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)