টেক্সাসে ৫ হাজার বেডের ডিটেনশন সেন্টার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 23-07-2025

টেক্সাসে ৫ হাজার বেডের ডিটেনশন সেন্টার

ট্রাম্প প্রশাসন টেক্সাসের ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটিতে একটি টেন্ট ক্যাম্প নির্মাণ ও পরিচালনার জন্য ১.২৬ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। এই ক্যাম্পটি ৫,০০০ বেডের বিশাল একটি অভিবাসী আটক কেন্দ্র হিসেবে কাজ করবে। এই কেন্দ্রটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় এমন কেন্দ্র। চুক্তিটি ভার্জিনিয়াভিত্তিক কোম্পানি আসিকুইজিশন লজিস্টিকস কোম্পানিকে দেওয়া হয়েছে, যা মূলত সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত পরিষেবায় কাজ করে। তবে প্রতিষ্ঠানটির অভিবাসী আটক কেন্দ্রে কাজ করার পূর্ব অভিজ্ঞতা নেই। এই পদক্ষেপটি এমন এক সময়ে এসেছে যখন ট্রাম্প প্রশাসন বছরে ১০ লাখেরও বেশি অভিবাসী গ্রেফতারের পরিকল্পনা করছে। এর ফলে বিদ্যমান আটক কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে।

অনেক মানবাধিকার সংগঠন এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল -এর ডেপুটি লিগ্যাল ডিরেক্টর এমা উইঙ্গার বলেন, টেন্ট ক্যাম্পগুলো কখনোই নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না। সেখানে মৌলিক চাহিদাগুলো পূরণ করাই কষ্টকর চিকিৎসা, নিরাপদ খাদ্য, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা সবই প্রশ্নবিদ্ধ। সম্প্রতি ফ্লোরিডার এভারগ্লেডস অঞ্চলে নির্মিত আরেকটি টেন্ট ক্যাম্পে খাদ্যে পোকা, অকার্যকর শৌচাগার এবং তীব্র গরমে থাকার অভিযোগ উঠেছে।

চুক্তির আওতায় ফোর্ট ব্লিস প্রকল্পে আরও চারটি কোম্পানি কাজ করবে যারা নির্মাণ, চিকিৎসা ও নিরাপত্তা সহায়তা দেবে। প্রশাসনের প্রজেক্ট ২০২৫ পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, স্থায়ী স্থান পূর্ণ হলে অস্থায়ী টেন্ট ব্যবহার বৃদ্ধি পাবে এবং নজরদারি ও মানদণ্ড শিথিল করা হবে। এই বছরের শুরুর দিকে ফোর্ট ব্লিসে আরেকটি ৩.৮ বিলিয়ন ডলারের চুক্তি ডিপ্লয়েড রিসোর্সেস নামক কোম্পানিকে দেওয়া হয়েছিল, যা পরে বাতিল করা হয় কোনো ব্যাখ্যা ছাড়াই।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিবের মতে, সাময়িক ভিত্তিতে আরও কিছু সামরিক ঘাঁটি যেমন নিউ জার্সি ও ইন্ডিয়ানাতেও অভিবাসী আটক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এমনকি গুয়ানতানামো বে-তেও ৩০,০০০ অভিবাসী আটক করার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। এদিকে, হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয়, দক্ষিণ ফ্লোরিডার তিনটি আইস কেন্দ্রে আটক ব্যক্তিরা ঠান্ডা কংক্রিটের মেঝেতে ঘুমাচ্ছেন এবং নারী বন্দিদের পুরুষদের সামনে শৌচকর্ম করতে বাধ্য করা হচ্ছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)