ট্রাম্প প্রশাসনের অধীনে ১ লাখ ৮০ হাজারের বেশি অভিবাসী বহিষ্কৃত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 27-08-2025

ট্রাম্প প্রশাসনের অধীনে ১ লাখ ৮০ হাজারের বেশি অভিবাসী বহিষ্কৃত

ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্তৃপক্ষের ২০ আগস্ট পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের নতুন অভিবাসন নীতির আওতায় ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজারের বেশি অভিবাসী যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়েছেন। এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং বর্তমান হারে বহিষ্কার চলতে থাকলে ডিসেম্বরের মধ্যে এটি ৪ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ জন অভিবাসীকে আটক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এ সংখ্যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার প্রস্তুতি হিসেবে অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে তার রাজনৈতিক অবস্থান আরো কঠোর করেছে। সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে তিনি ঘোষণা দেন, ‘আমেরিকা হবে শুধুই আমেরিকানদের জন্য। বেআইনি অভিবাসনের জায়গা এ দেশে আর থাকবে না।’ এই ঘোষণার পরই আইসের অভিযান আরো জোরদার হয়েছে। বিশেষ করে অনিয়মিত কাগজপত্রধারী, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী এবং ফৌজদারি রেকর্ড থাকা ব্যক্তিদের টার্গেট করে অভিযান চালানো হচ্ছে।

তবে বাস্তবে দেখা গেছে, বহু আশ্রয়প্রার্থী, শিশু-এমনকি বৈধ আবেদন প্রক্রিয়াধীন থাকা অভিবাসীরাও এই অভিযানের আওতায় পড়ছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এ ধরনের অভিযানের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, আইস অনেক সময় আদালতের নির্দেশ ছাড়াই অভিবাসীদের আটক করছে এবং পরিবারের সদস্যদের থেকে আলাদা করে দিচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জাতিসংঘের শিশু অধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০১৮ সালের ‘জিরো টলারেন্স’ নীতির পুনঃপ্রয়োগের ফলে হাজার হাজার শিশুকে তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে বলে জানা গেছে। মানবিক ও সামাজিক দিক থেকে এ পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের অভিবাসন ইতিহাসে গভীর বিতর্ক সৃষ্টি করেছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)