বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতীয়তাবাদী পরিবারের


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-09-2025

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতীয়তাবাদী পরিবারের

বেলুন উড়িয়ে, কেক কেটে এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী পরিবার। এতে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীবৃন্দ, যুক্তরাষ্ট্র যুবদল,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল, যুক্তরাষ্ট্র ছাত্রদল, যুক্তরাষ্ট্র জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। যুক্তরাষ্ট্র বিএনপির কর্মকান্ড কেন্দ্র থেকে নিষিদ্ধ ঘোষণার পর এই নামে দলের নিবেদিত নেতা এবং কর্মীরা এই অনুষ্ঠানের আয়োজন করে।

গত ৩১ আগস্ট রোববার সন্ধ্যায় জ‍্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী পরিবারের নেতা জসিম উদ্দীন ভূইয়া। বিএনপি নেতা রিয়াজ মাহমুদ এবং খলকুর রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আবদুস সবুর, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি মন্জুর আহম্মেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা, মোশারফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, হেলাল উদ্দিন, জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোহাম্মাদ শহিদুল শিকদার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, সৈয়দা মাহমুদা শিরিন, জামালুর রহমান চৌধুরী, মূধা মোহাম্মাদ জসিম, মাসুদ হোসেন, সাইদুর খান ডিউক, নুরে আলন, মাজহারুন ইসলাম মিরন, জুনায়েদ আল জাফরি, আজিজুল বারী তিতাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ সুরুজ্জামান, শরিফ হোসাইন, আহম্মেদ সোহেল, মনিরুল ইসলাম মনির, মন্জুর মোরশেদ, সেলিম, জিয়া মিলন, হুমায়ুন কবির, মোহাম্মদ টুটুল, আবুল কালাম, ফজলুল করিম, দিদার চৌধুরী, মোহাম্মদ টুটুল, বাদল মির্জা, আলমগীর হোসেন, মেহেদি হাছান, মশিউর রহমান লিটন মজুমদার, মোঃ নাছির দেওয়ান, মজিবুর রহমান, মোহাম্মাদ কামাল হোসেন প্রমুখ।

জসিম ভূইয়া বলেন, এই সরকার আওয়ামী ফ‍্যাসিস্টদের বিচার না করলে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে তাদের বিচার করবে। তিনি বলেন, বিএনপিই গণতন্ত্রের ধারক এবং বাহক। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। জিয়াউর রহমানই সব দলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।

আব্দুস সবুর আশা প্রকাশ করেন, বর্তমান প্রধান উপদেষ্টার অধীনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের ম‍্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে।

মোশাররফ হোসেন সবুজ বলেন, যতদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন আমরা রাজপথে থাকব।

তবে অধিকাংশ নেতাকর্মীই অনতিবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দেওয়ার জন্য বিএনপি হাইকমান্ড’র প্রতি আহবান জানান। পরে কেক কেটে শ্লোগানে শ্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)