বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিনের বনভোজন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-09-2025

বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিনের বনভোজন

সবুজ-শ্যামল-ছায়াঘেরা লেকভিউ জর্জ আইল্যান্ড পার্ক ওয়েস্টচেস্টারে বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন গত ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে উডসাইড থেকে সকালের নাশতা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় বনভোজনের কার্যক্রম। বেলা ১১টায় জর্জ আইল্যান্ড পার্কে পৌঁছানোর পর পরিবেশন করা হয় তরমুজ। দুপুর ১২টা ৩০ মিনিটে বারবিকিউ পরিবেশন করা হয়। তত্ত্বাবধানে ছিলেন কামরুল ইসলাম, পারভেজ আলম, খোরশেদ আলম, ফিরোজ আহমেদ অরুণ, ইলিয়াছ হাওলাদার, জিপু সিকদার, আরমান হোসেনসহ আরো অনেকে। দুপুর ১টা ৩০ মিনিটে সবুর হোসেন জাহাঙ্গীর ও খোরশেদ আলমের তত্ত্বাবধানে বাঙালি ঐতিহ্যবাহী স্পেশাল আমভর্তা পরিবেশন করা হয়। 

দুপুর ২টা ৩০ মিনিটে মো. নওশেদ হোসেন (আহ্বায়ক), এজিএম জাহাঙ্গীর হাসাইন (সদস্য সচিব), সবুর হোসেন জাহাঙ্গীর (প্রধান সমন্বয়কারী), আবু রব বাবুল, তোফাজ্জল হোসেন, কামরুল ইসলাম, মো. ফেরদৌস ওয়াহিদ, শাহাদাত হোসেন (বিক্রমপুর), শাওন হোসেন মৃদুল (সভাপতি), সাদী মিন্টু, মাহামুদ ফারুকী, মোস্তফা জামান শামীম, শাহাদাৎ হোসেন (সাধারণ সম্পাদক), পারভেজ আলম (সহ-সাধারণ সম্পাদক), আব্দুল করিম, আল আমিন সিকদার, রমজান খান তপন, সাদিকুর রহমান, খোরশেদ আলম, আনোয়ার চৌধুরী, ইলিয়াছ হাওলাদার, জিপু সিকদার ও মিলনের তত্ত্বাবধানে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

মধ্যাহ্নভোজনের পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসে খ্যাতনামা শিল্পী নাজু আখন্দসহ প্রবাসী শিল্পীবৃন্দ। এরপর শুরু হয় খেলাধুলা পর্ব। কিশোর-কিশোরীদের দৌড় প্রতিযোগিতা ও মহিলাদের আকর্ষণীয় মিউজিক্যাল পিলো সকলেই উপভোগ করেন। খেলায় সব অংশগ্রহণকারী ও বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে খেলাধুলা পর্বের শেষ হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ র‌্যাফেল-ড্র। র‌্যাফেল-ড্র তত্ত্বাবধানে ছিলেন-নওশেদ হোসেন, শাওন হোসেন মৃদুল, শাহাদাৎ হোসেন ও ফেরদৌস ওয়াহিদ। র‌্যাফেল ড্র-এর ১ম পুরস্কার স্বর্ণের সেট, সৌজন্যে- জাহিদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক, গ্রেটার নোয়াখালী সোসাইটি, ২য় পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক : এয়ার টিকেট, সৌজন্যে দুলাল বেহেদু, সভাপতি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন, ৩য় পুরস্কার: স্বর্ণের কানের দুল, সৌজন্যে ইকবাল আহমেদ। সঙ্গে ছিল আরো ১১টি আকর্ষণীয় পুরস্কার।

বিকালে পিঁয়াজু, ঝালমুড়ি, চা-নাশতা ও পান-সুপারী পরিবেশায় ছিলেন-সবুর হোসেন জাহাঙ্গীর, পারভেজ আলম ও খোরশেদ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাওন হোসেন মৃদুল, অনুষ্ঠানটি পরিচালনায় বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব এজিএম জাহাঙ্গীর হাসাইন, আহ্বায়ক মো. নওশেদ হোসেন, প্রধান সমন্বয়কারী সবুর হোসেন জাহাঙ্গীর ও সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ অরুণ, সমন্বয়কারী মোস্তফা জামান শামীম, যুগ্ম সদস্য সচিব আব্দুল করিম ও সাদেকুর রহমানের তত্ত্বাবধানে জমজমাট বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এম আজিজ, জিনাত আমান জেভিন, ম্যানেজার (জ্যাকসন হাইটস্), ফিশার হার্বেস অ্যান্ড অ্যাসোসিয়েটস, সাইফুল ইসলাম (সভাপতি) ও শাহাদাত হোসেন (সাধারণ সম্পাদক) বলাকা ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ক)।

এছাড়া সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন তোফাজ্জেল হোসেন (সাবেক সভাপতি), আবু রব বাবুল (সাবেক সভাপতি), রুহুল আমিন সিদ্দিকী, টি মোল্লা (সাবেক সভাপতি), শাহজাহান নজরুল, শমসের আলী (সাবেক সভাপতি), ফরদৌস ওয়াহেদ (সাবেক সভাপতি), মির্জা মনিরুজ্জামান শামীম, শাহাদত হোসেন, সিরাজুল ইসলাম খান, আশরাফুল আলম, গাজী আব্দুল মজিদ, নিয়াজ আহমেদ, কামরুল ইসলাম (সাবেক সিনিয়র সহ-সভাপতি), কামাল হোসেন (সিনিয়র সহ-সভাপতি), সাদী মিন্টু (সহ-সভাপতি), মাহমুদ ফারুকী (সহ-সভাপতি), আব্দুল মতিন হাওলাদার (সহ-সভাপতি), কানাই লাল সাহা দিলীপ (সহ-সভাপতি), পারভেজ আলম (যুগ্ম-সাধারণ সম্পাদক), ফিরোজ উদ্দিন রাজীব (সহ-কোষাধ্যক্ষ), আল-আমিন সিকদার (ক্রিয়া ও আপ্যায়ন সম্পাদক), মাইনুল হাসান মিলন (দফতর সম্পাদক), রমজান খান তপন (সাংস্কৃতিক সম্পাদক), তাজুল ইসলাম কাজল (কার্যকরি সদস্য), জালাল উদ্দিন (কার্যকরি সদস্য), ভোজন সরকার (কার্যকরি সদস্য)।

শুভেচ্ছা বক্তব্য রাখেন-আহ্বায়ক নওশেদ হোসেন, প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এম আজিজ, জিনাত আমান জেভিন, ম্যানেজার (জ্যাকসন হাইটস্), প্রধান সমন্বয়কারী সবুর হোসেন জাহাঙ্গীর, সদস্য সচিব এজিএম জাহাঙ্গীর হাসাইন, আবুল ফজল দিদার (সাবেক সভাপতি, জেবিবিএ), শাহাদাত হোসেন (সাবেক সভাপতি, মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইন্ক), ইকবাল হোসেন (সভাপতি, সাউথ জ্যামাইকা বাংলাদেশি কমিউনিটি), সাইফুল ইসলাম (সভাপতি) ও শাহাদাত হোসেন (সাধারণ সম্পাদক) বলাকা ওয়েল ফেয়ার অ্যাসো. ইন্ক), নূর জামান (নূর ব্যাপারী অটো অ্যান্ড বডিশপ), সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা আবু রব বাবুল, তোফাজ্জল হোসেন ও শাহজাহান নজরুল, মোঃ ফেরদৌস হোসেন, সাদী মিন্টু, হোসাইন দিপু (ফটোগ্রাফার), আব্দুল করিম, পারভেজ আলম। সংগঠনের যেসব সদস্য পরলোকগমন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থদের জন্য দোয়া করেন শাহজাহান নজরুল (উপদেষ্টা)।

বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন অ্যাসোসিয়েশন ইন্ক সভাপতি শাওন হোসেন মৃদুল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন আমন্ত্রিত সব অতিথিকে উপস্থিত হয়ে বার্ষিক বনভোজন সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)