মাগুরার শ্রীপুরে রায়চরণ ক্রিকেট একাডেমীর খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 09-09-2025

মাগুরার শ্রীপুরে রায়চরণ ক্রিকেট একাডেমীর খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ
মাগুরার শ্রীপুরে রায়চরণ ক্রিকেট একাডেমীর বয়স ভিত্তিক বাছাই পর্বের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার নাকোল রায়চরণ ক্রিকেট একাডেমী মাঠে অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ মোট ৩৪ জন খেলোয়াড়দের মাঝে এ জার্সি বিতরণ করা হয়। উপজেলার সকল মাধ্যমিক ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় নিয়ে এ ক্রিকেট একাডেমী গঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাকোল রায়চরণ ক্রিকেট একাডেমীর পরিচালক ও নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মির্জা ওয়ালিদ শিপন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষক সাদ্দাম হোসেন গোর্কি, রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনির হোসেন, আসলাম শেখ প্রমুখ।

প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)