১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:২৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


‘সারা’ গঠিত : বাবু আহ্বায়ক, বেলাল সদস্য সচিব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
‘সারা’ গঠিত : বাবু আহ্বায়ক, বেলাল সদস্য সচিব আহ্বায়ক সারওয়ার খান বাবু ও সদস্যসচিব মো. বেলাল হোসেন


সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটরস অ্যাসোসিয়েশন (সারা)-এর সভা ১৮৯-১০ হিলসাইড অ্যাভিনিউ, হলিস, নিউইয়র্ক-১১৪২৩-এ মেহের খানজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হোস্ট এবং আহ্বায়ক সারওয়ার খান বাবু সারা এর সব সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং সমিতির সদস্যদের কাছ থেকে কণ্ঠস্বর, মতামত এবং পরামর্শ চান। সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন ও প্রধান সমন্বয়কারী জসিম চৌধুরী সমিতির সংক্ষিপ্ত পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। প্রধান অতিথি অ্যাটর্নি ওসমান মালিক আমাদের সম্প্রদায়ের এতিম ও অভাবী লোকদের খাবার বিতরণের পরামর্শ দেন। বিশেষ অতিথি মোহাম্মদ কামাল ব্রোকার/ওনার হোম সেন্ট্রাল ক্যাপিটাল সম্ভাবনা এবং গুণমানের বৃদ্ধির ওপর জোর দেন এবং বিশেষ অতিথি মো. আবু সাঈদ চৌধুরী, এক্সিকিউটিভ ভিপি মর্টগেজ ওয়ার্ল্ড ব্যাংকার্স উল্লেখ করেন যে, কীভাবে রিয়েলটর এবং মর্টগেজ ব্রোকারদের সঙ্গে নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ।

যেসব রিয়েলটর এবং অতিথিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন, তারা হলেন-হাবিবুর রহমান (হাবিব), আসিফ চৌধুরী, শামীম আহমেদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ করিম, অধ্যাপক মোহাম্মদ মারুফ মিয়া, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ মাসুদ প্রামানিক, জাফর সাদিক, নুরুজ্জামান সরদার, গোলাম হাসান, শামীম নাসের, মোহাম্মদ হালিম, রতন চক্রবর্তী, মোহাম্মদ মুকলেস রহমান, মোহাম্মদ রশিদ, ফেরদৌস কয়েস, আদান ইসলাম, নাসরিন সুলতানা, সাবিনা চৌধুরী, জাকিয়া সুলতানা, সালাউদ্দিন খান তুহিন, মো. কবির, হাবিব মোহাম্মদ এ, মির্জা মোহাম্মদ হোসেন, এইচ এম ইকবাল, মাসুদ সিরাজী, শাদমান জামান, এম এইচ আজাদ।

শেয়ার করুন