২৩ মার্চ ২০২৫, রবিবার, ০৫:১৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এদেশে আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দিব না- আখতার হোসেন সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে- মাহফুজ আলম আমাদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে- তারেক রহমান প্যারিসে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণ সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক- তারেক রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই- প্রধান উপদেষ্টা আ.লীগ নিষিদ্ধের দাবীতে মধ্যরাতে মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের কারণে ৫৫ হাজার মৃত্যু ট্রাম্পকে থামাতে আদালতকে ভূমিকা রাখতে হবে


ডাকা আবেদনকারীরা ওবামা কেয়ারে স্বাস্থ্যবীমা পাবেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৪
ডাকা আবেদনকারীরা ওবামা কেয়ারে স্বাস্থ্যবীমা পাবেন ডাকা আবেদনকারীদের মিছিল


বাইডেন প্রশাসনের মে মাসে জারিকৃত বিধি অনুযায়ী এখন থেকে অন্য সবার মতো ডাকা প্রাপকরা ভর্তুকিযুক্ত ব্যক্তিগত স্বাস্থ্যবীমা পাবে। আগামী ১ নভেম্বর থেকে তারা এ সুবিধা পাবেন। ইমিগ্রেশন অভিবাসন অধিকারকর্মীরা গত ১৫ জুলাই বাইডেন প্রশাসনকে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল (ডাকা) প্রাপকদের জন্য সাশ্রয়ী মূল্যের ওবামা কেয়ার স্বাস্থ্যবীমা কেনার যোগ্যতা নিশ্চিত করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

ইউনাইটেড উই ড্রিমের ফেডারেল অ্যাডভোকেসির ডেপুটি ডিরেক্টর জুলিয়ানা ম্যাসেডো ডো নাসিমেন্টো জানিয়েছেন, যদি ডাকা প্রাপকদের উপকার করতে হয়, তাহলে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউমেন সার্ভিসেস-ডাকা আবেদনকারীদের স্বাস্থ্যসেবা দিয়ে সাহায্য করতে হবে। বর্তমানে প্রায় ৬ লাখ তরুণ প্রাপ্তবয়স্ক অভিবাসীদের ডাকার মাধ্যমে ডিপোর্টেশন থেকে সুরক্ষিত রয়েছেন। টেক্সাসের রিপাবলিক কংগ্রেসম্যান জোয়াকুইন কাস্ত্রো এবং নিউজার্সির সিনেটর কোরি বুকারসহ ৮৮ জন হাউস এবং সিনেট সদস্য কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউমেন সার্ভিসেসকে যোগ্য ডাকা সদস্যদের জন্য আউটরিচ এবং সহায়তায় বিনিয়োগ করার জন্য অনুরোধ করেছেন। চিঠিতে তারা বলেছেন, এ অনন্য ও সময়-সংবেদনশীল সুযোগের পরিপ্রেক্ষিতে অপরিহার্য যে ডাকা প্রাপকদের এ সুযোগটি সম্পর্কে জানানো ও তাদের যোগ্যতা সম্পর্কে অবহিত করা এবং নিবন্ধন প্রক্রিয়াটি নেভিগেট করতে সক্ষম করতে ডাকা প্রাপকদের কাছে প্রচারিত ও প্রসারিত হত্তয়া দরকার, যাতে তারা চিকিৎসাসেবায় তাদের নতুন অ্যাক্সেসের সম্পূর্ণ সুবিধা নিতে পারে। 

অনথিভুক্ত অভিবাসীরা সবসময় হাসপাতালে যাওয়া বা এই জাতীয় কিছু নিয়ে উদ্বেগে থাকে। তবে ৫ম সার্কিট কোর্টে মামলা হওয়ায় হুমকিটি আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। শুনানি করতে এতো সময় লেগেছে। আমরা মনে করি, তারা মৌখিক যুক্তি ছাড়াই সিদ্ধান্ত জারি করতে পারে। স্বাস্থ্যসেবার অ্যাক্সেস আমাদের ডাকা আছে কি না তার ওপর নির্ভর করা উচিত নয়।

তবে ডাকা কর্মসূচির ভবিষ্যৎ নিজেই অনিশ্চিত। ৫ম ইউএস সার্কিট কোর্ট অব আপিল কোর্টে প্রোগ্রামের বৈধতার জন্য রিপাবলিকানদের চ্যালেঞ্জ বিবেচনা করছে। আদালত যদি নিম্ন আদালতের একটি সিদ্ধান্ত বহাল রাখে যে ডাকা আইন সংবিধান লঙ্ঘন করছে, তাহলে মামলাটি সুপ্রিম কোর্টে যেতে পারে।

এ বছরের জন্য অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (ওবামা কেয়ার) মার্কেট প্লেসে তালিকাভুক্তি রেকর্ড উচ্চ ২১ মিলিয়নে পৌঁছেছে, যার মধ্যে ৫.২ মিলিয়ন প্রথমবার নথিভুক্ত হয়েছে। ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউমেন সার্ভিসেস বলেছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (ওবামা কেয়ার ) আউটরিচ এবং শিক্ষা বৃদ্ধি এবং আমেরিকান রেসকিউ প্ল্যানের মাধ্যমে ট্যাক্স বিরতি বাস্তবায়নের পরে, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট মার্কেটপ্লেস পরিকল্পনার মাধ্যমে ব্ল্যাক এবং ল্যাটিনো কভারেজ বেড়েছে।

শেয়ার করুন