২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০৫:২৩:০৮ পূর্বাহ্ন


জাতিসংঘের সামনে কর্মসূচি ২৩ সেপ্টেম্বর
জেএফকে এয়ারপোর্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
জেএফকে এয়ারপোর্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ


জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ সেপ্টেম্বর রাতে জেএফকে এয়ারপোর্টে অবরণ করেন। এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রী অন্য পথে ম্যানহাটনের লটে প্লেস নিউইয়র্ক হোটেলে চলে যান। প্রধানমন্ত্রীতে এয়ারপোর্টে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে জেএফকে এয়ারপোর্টে। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি কম থাকলেও সদ্য ঘোষিত নিউইয়র্ক স্টেট বিএনপি, মহানগর বিএনপি দক্ষিণ, মহানগর বিএনপি উত্তর, যুক্তরাষ্ট্র জাসাস, যুক্তরাষ্ট্র শ্রমিক দল, যুক্তরাষ্ট্র যুব দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।

জানা যায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাগত সমাবেশ স্থল থেকে বেশ কিছুটা দূরে বিএনপিকে বিক্ষোভের অনুমতি দেয়া হয়। নিরাপত্তারক্ষীরাও ছিলেন তৎপর। ফলে উস্কানিমূলক স্লোগান উঠলেও আক্রমণাত্মক কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি। বিক্ষোভ সমাবেশে সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার হলো ভোট চোর এবং ভোট ডাকাত সরকার। এই সরকারের কোন বৈধতা নেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার। তারা বলেন, এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশে বাকশাল কায়েম করেছে, মানুষের ভোট দেয়ার অধিকার, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তারা আরো বলেন, এই সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছে। একই সাথে তারা বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেছেন।

এই বিক্ষোভে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক গিয়াস আহমেদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, নাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, গোলাম ফারুক শাহীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক নেতা মাকসুদ এইচ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, সিনিয়র সদস্য জসীমউদ্দিন ভিপি, মহানগর বিএনপি দক্ষিণের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, ভারপ্রাপ্ত সদস্য সচিব সাইদুর খান ডিউক, সোহরাব হোসেন, এমলাখ হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, আলমগীর হোসেন মৃধা, জিয়াউল হক মিশন, জোহরা বেগম, শেখ জহিরুল, কামাল উদ্দীন দীপু, হাসান, মহানগর উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুগ্ম-আহ্বায়ক শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, শামীম আহমেদ, খালেদ আহমেদ, জাবেদউদ্দিন, এলিজা আকতার, সুলতানা খানম, সজীব চৌধুরী ফয়সল, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, আবুল কালাম, আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, কয়েস আহমেদ, বিএনপি নেতা এবি এম জাহাঙ্গীর শাহীন চৌধুরী, বায়তুল্লাহ শাহীন, শাহ কামাল উদ্দিন, লিয়াকত আলী, কামাল হাসান, এ আর মাহবুব, মিজানুর রহমান, আবুল কাশেম, আমানত হোসেন আমান, জাবেদ উদ্দিন, এমদাদ তরফদার, কাওসার আহমদ, ইঞ্জিনিয়ার আহমেদ বেলাল, জামিল আহমেদ প্রমুখ। 

বিক্ষোভের পর যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতারা জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্টুরেন্টে এক সভায় মিলিত হয়ে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে সকলের সহায়তা কামনা করেন। এতে সভাপতিত্ব করেন সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল। আলোচনায় অংশ নেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ।

এদিকে হাবিবুর রহমান সেলিম রেজা ও আহবাব চৌধুরী জানান, আগামী ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের সামনে ভাষণ দেবেন সেই সময় জাতিসংঘের সামনে বিক্ষোভ করবে যুক্তরাষ্ট্র বিএনপি এবং যুক্তরাষ্ট্র বিএনপির অঙ্গ সংগঠন।

যুক্তরাষ্ট্র জাসাস

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুক্তরাষ্ট্র ও অঙ্গ সংগঠন। অঙ্গ সংগঠনের মধ্যে ছিলো নিউইয়র্ক স্টেট জাসাস, নিউইয়র্ক সিটি জাসাস, নিউজার্সি স্টেট জাসাস।

এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম আহবায়ক এবং সঞ্চালনা করেন জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী সদস্য সচিব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হায়দার আলী, মোঃ আনোয়ার হোসেন, শামীম আহমেদ, খালেদ আহমদ খান, মোঃ জাবেদ উদ্দীন, এলিজা আক্তার মুক্তা, সুলতানা খানম, সজীব চোধুরী ফয়ছল, মুজিবুর রহমান লাভলু, তানভীন ফাতেমা রিয়া, রুহেলুজ্জামান চৌধুর, তারেক আহমেদ, মোঃ মান্নান, ফয়ছল আহমদ, ডা: নার্গিস রহমান, আর্কিটেক্ট মাকসুদুল হক, মোঃ মইনুল হোসেন বাবু, আশরাফুল হাসান, আমিরুল ইসলাম (জেনিফ), সালেহ আহমেদ মানিক, ইঞ্জিনিয়ার কেএম রিয়াদুল ইসলাম (লিমন), মেহেরুন্নেছা কনক, মোঃ রাজ ইসলাম, জিল্লুর রহমান, রাহিম উদ্দিন, মামুন সরকার, মোঃ নুরুন নবী, ম ম জসীম, নুরে আলম, লিসান চৌধুরী, মারিয়া আক্তার (মৌ ),  মোঃ জাবেদ উদ্দীন, এমদাদ তাফাদার,   মোঃ মইনুল হোসেন, মোঃ রানা কবির প্রমুখ।

শেয়ার করুন