৩০ মার্চ ২০১২, শনিবার, ১১:২০:৫৭ পূর্বাহ্ন


’৭১-এর গণহত্যার নিন্দা প্রস্তাব মার্কিন কংগ্রেসে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
’৭১-এর গণহত্যার নিন্দা প্রস্তাব মার্কিন কংগ্রেসে


একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে একটি রেজ্যুলেশন আনা হয়েছে। কংগ্রেসম্যান স্টিভ ক্যাবট ১৪ অক্টোবর এই রেজ্যুলেশনটি (এইচ-১৪৩০) আনেন। রেজ্যুলেশনের নাম হচ্ছে ‘১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার স্বীকৃতি’। রেজ্যুলেশনে ১৯৭১ সালে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বাঙালি ও হিন্দুদের ওপর যে সহিংসতা চালিয়েছে তাকে গণহত্যা, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া পাকিস্তানকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য এবং যেসব অপরাধী এখনো বেঁচে আছে তাদের বিচার নিশ্চিতের উন্মুক্ত আহ্বান জানানো হয় এতে। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন ঘটনাবলি বিবেচনায় নিয়ে বিলে ১৯৭১-এর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সামরিক বাহিনীর সহিংসতাকে নিন্দা জানানো হয়। ওইসব সহিংসতাকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ হিসেবে স্বীকার করা হয়। 

১৯৭১ সালে যারা মারা গেছেন এবং অত্যাচারের শিকার হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। রেজ্যুলেশনের সূচনাতে ১৯৪৭ সালের দেশভাগ এবং পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের প্রতি বিতৃষ্ণার যে মনোভাব পোষণ করতো তা বিবৃত রয়েছে। রেজ্যুলেশনে ’৭০ সালে অনুষ্ঠিত গণপরিষদের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় এবং পরবর্তীতে ইয়াহিয়া ও ভুট্টোর সঙ্গে তার আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, ১৯৭১-এর ২৫ মার্চ পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে এবং সামরিক বাহিনী ও উগ্র ইসলামিক দলের সহায়তায় অপারেশন সার্চলাইট পরিচালনা করে।

শেয়ার করুন