১২ এপ্রিল ২০১২, বুধবার, ০১:০৮:৩২ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় ডোনাল্ড লু
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৩
ঢাকায় ডোনাল্ড লু


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ২ দিনের সফরে আজ শনিবার সন্ধ্যায় ঢাকা পৌছেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (আমেরিকা উইং) নাঈম উদ্দিন আহমেদ। 

দুদিনের এ গুরুত্বপূর্ণ মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এ সহকারী পররাষ্ট্রমন্ত্রী সরকারি-বেসরকারি পর্যায়ে বৈঠক করবেন। এ সূত্র ধরে রোববার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে তার।  

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মার্কিন দূতাবাসের কূটনীতিকদের নিরাপত্বা নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের উদ্বেগ প্রকাশের পরপরই লু ঢাকায় এলেন। এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও আগামী (দ্বাদশ জাতীয়) সাধারণ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশসমুহের যে তৎপরতা সে মোতাবেক ডোনাল্ড লু এর এ সফরে কোনো বার্তা থাকবে কি-না সেটা নিয়ে কৌতুহল রয়েছে। 

এদিকে ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র সফরের প্রেস নোটে বলা হয়েছে, বাংলাদেশে লু উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ নিয়ে আলোচনা এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে দৃষ্টিভঙ্গি শোনার জন্য বৈঠক করবেন। ডোনাল্ড লু জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার ও মানবাধিকারসহ অগ্রাধিকারের ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন। 


শেয়ার করুন