২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৩:৩০:৫০ অপরাহ্ন


যুক্তরাষ্ট্র আ’ লীগ ও পরিবারের আনন্দ সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২২
যুক্তরাষ্ট্র আ’ লীগ ও পরিবারের আনন্দ সমাবেশ বক্তব্য রাখছেন আব্দুর রহিম বাদশা


পদ্মা সেতু’র উদ্বোধনকাল স্মরণীয় করে রাখতে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে গত ২৫ জুন শনিবার সন্ধ্যায় আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপরে শক্তির সহযোগিতায় এ উপলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ মোরালের সামনে র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণসহ আলোচনা সভার আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রঞ্জন কর, ডা. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আবদুস সহীদ, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কফিল চৌধুরী, রফিকুল ইসলাম, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, বীর মুক্তিযোদ্ধা মনজুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র গোপ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিয়া মোহাম্মদ দাউদ, নুরে আলম জিকু, কাজী রবিউজ্জামান, নুরুল ইসলাম, রবিউল ইসলাম, মঈদুল লস্কর জুয়েল, আল মামুন সরকার, শ্যামল কান্তি চন্দ, সেলিম রেজা, রতন চক্রবর্তী, মাকসুদা আহমেদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু সহ শহীদের আত্মার মাগফিরাত ও শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়র প্রদণি শেষে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ মোরালের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতা-কর্মীরা জয় বাংল, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন শ্লোগান দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বাংলাদেশ এক অভিন্ন ইতিহাস। মানুষের অধিকার আদায়ের লে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নের্তৃত্বে বাংলাদেশ অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে চলেছে। বিশ্বে পদ্মা সেতুর মতো দৃষ্টান্ত স্থাপন করে আত্মবিশ্বাস ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব অর্থায়নে নির্মাণ করা এই মাইলফলকের মাধ্যমে বিশ্ব আরও একবার বাংলাদেশের সমতা জানার সুযোগ পেল। বক্তারা বলেন, পদ্মা সেতু শুধু একটি স্থাপনা নয়, এটি বাঙালী জাতির গর্ব, আত্মমর্যাদা ও অহঙ্কারের প্রতীক। বাঙালীর আবেগ, উন্নত জীবনের স্বপ্ন, উন্নয়নের উপাখ্যান, অনন্য ভালবাসা, আরও অনেক কিছু। এটি এক সাহসী রাষ্ট্রনায়কের দৃঢ় অঙ্গীকার ও স্বপ্ন পূরণের গল্প। স্বপ্নের পদ্মা সেতু নিয়ে উচ্ছ¡াসিত গোটা জাতি। পদ্মা সেতুর রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থ যোগানদাতা দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানান বক্তারা। সভাপতি আব্দুর রহিম বাদশা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সিলেট, সুনামগঞ্জসহ দেশের বন্যার্তদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন