০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৩৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


যুক্তরাষ্ট্রে নাগরিক যাচাইয়ে নতুন প্রযুক্তিগত সিস্টেম চালু করেছে ইউএসসিআইএস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৫
যুক্তরাষ্ট্রে নাগরিক যাচাইয়ে নতুন প্রযুক্তিগত সিস্টেম চালু করেছে ইউএসসিআইএস সিস্টেম্যাটিক এলিয়েন ভেরিফিকেশন ফর এনটাইটেলমেন্টস (সেভ)


ইউএস কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) তাদের সিস্টেম্যাটিক এলিয়েন ভেরিফিকেশন ফর এনটাইটেলমেন্টস (সেভ) প্রোগ্রামে বড় ধরনের প্রযুক্তিগত উন্নয়ন এনেছে। এর ফলে এখন অঙ্গরাজ্যগুলো শুধু কোনো নাগরিকের সোশ্যাল সিকিউরিটি নম্বরের শেষ চারটি সংখ্যা ব্যবহার করেই নাগরিকত্ব যাচাই করতে পারবে। এই পরিবর্তনের ফলে ভোটার নিবন্ধন ও ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া আরও দ্রুত, কার্যকর ও নিরাপদ হবে বলে সংস্থাটি জানিয়েছে। ইউএসসিআইএস মুখপাত্র ম্যাথিউ ট্রাজেসার বলেন, আমরা দেশের নির্বাচনী প্রক্রিয়ার নিরাপত্তা জোরদারে অঙ্গীকারাবদ্ধ। এই উন্নয়নের মাধ্যমে রাজ্যগুলো আরো দক্ষতার সঙ্গে ভোটার যোগ্যতা যাচাই করতে পারবে, যা নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্রের নির্বাচন শুধু মার্কিন নাগরিকদের জন্যই সংরক্ষিত। তিনি আরো বলেন, আমরা সব স্তরের সরকারি সংস্থাকে সেভ প্রোগ্রাম ব্যবহারে উৎসাহিত করছি।

এই উদ্যোগটি প্রেসিডেন্টের নির্বাহী আদেশ ১৪২৪৮-এ প্রিজারভিং অ্যান্ড প্রবটেকটিং দ্য ইনটেগ্রিটি অভ আমেরিকার ইলেকশনসের অংশ হিসেবে নেওয়া হয়েছে। নতুন সিস্টেম অনুযায়ী, রাজ্যভিত্তিক ভোটার যাচাইকারী সংস্থাগুলো এখন সেভ সিস্টেমে কেস তৈরি করতে পারবে কোনো পূর্ণ সামাজিক নিরাপত্তা নম্বর বা হোমল্যান্ড সিকিউরিটি আইডেনটিফায়ার ছাড়াই।

সেভ প্রোগ্রামের এ অপটিমাইজেশনের ফলে রাজ্যভিত্তিক ভোটিং সংস্থাগুলো ইতিমধ্যে ৪৬ মিলিয়নেরও বেশি ভোটার যাচাই অনুরোধ পাঠিয়েছে এবং ফেডারেল সংস্থাগুলো সম্পন্ন করেছে ১১০ মিলিয়নেরও বেশি যাচাই। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত মোট ২০৫ মিলিয়নেরও বেশি নাগরিকত্ব ও অভিবাসন অবস্থা যাচাই সম্পন্ন হয়েছে, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল মাত্র ২৫ মিলিয়ন। বর্তমানে ২৬টি অঙ্গরাজ্য ইতিমধ্যেই সেভ প্রোগ্রামের সঙ্গে ভোটার যাচাই সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বা প্রক্রিয়াধীন রয়েছে। ইউএসসিআইএস জানিয়েছে, তাদের লক্ষ্য হলো ভোটার প্রতারণা রোধ ও দেশের নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনরুদ্ধার করা।

সেভ একটি অনলাইন সেবা, যা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-র আওতাধীন ইউএসসিআইএস পরিচালনা করে। এই প্রোগ্রামের মাধ্যমে ফেডারেল, স্টেট ও স্থানীয় সরকারি সংস্থাগুলো নাগরিকত্ব ও অভিবাসন অবস্থা যাচাই করতে পারে। বিশেষ করে সুবিধা, লাইসেন্স বা অন্যান্য অনুমোদিত ক্ষেত্রে আবেদনকারীদের ক্ষেত্রে। সেভ প্রোগ্রাম ভোটার নিবন্ধন, ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ ও নির্বাচনী নজরদারিতেও ব্যবহৃত হয়। তবে সেভ নিজে কোনো নাগরিক বা অভিবাসীর তথ্যভান্ডার নয়; এটি কেবল একটি যাচাই সেবা, যা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, ডিপার্টমেন্ট অব জাস্টিস ও সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ)-এর তথ্য ব্যবহার করে নাগরিকত্ব বা অভিবাসন অবস্থা যাচাই করে। এটি সাধারণত একজন ব্যক্তির নাম, জন্মতারিখ এবং সামাজিক নিরাপত্তা নম্বর বা অন্যান্য শনাক্তকারী তথ্য ব্যবহার করে রিয়েল টাইম যাচাই সম্পন্ন করে।

২০২৫ সালের এ আপগ্রেডের ফলে এখন সংস্থাগুলো ওয়েব ব্রাউজার বা বাল্ক সিস্টেমের মাধ্যমে একসঙ্গে হাজারো রেকর্ড জমা দিতে পারছে। তাছাড়া রাজ্য ও স্থানীয় সংস্থাগুলোর জন্য সেভের ব্যবহার এখন বিনামূল্যে, কারণ ট্রানজেকশন ফি বাতিল করা হয়েছে।

যখন কোনো সংস্থা সামাজিক নিরাপত্তা নম্বরের মাধ্যমে যাচাই শুরু করে, তখন সেভ প্রথমে এসএসএর ডাটাবেসে অনুসন্ধান চালায়। এসএসএর তথ্য যদি নাগরিকত্ব নিশ্চিত করে, তবে সেটিই ব্যবহৃত হয়। তবে যদি এসএসএ তথ্যের সঙ্গে মিল না পাওয়া যায়, তাহলে সংস্থাকে পুনরায় তথ্য যাচাই করে নতুন কেস জমা দিতে বলা হয়। যদি কোনো ডিএইচএস নির্ধারিত পরিচয়সংখ্যা, যেমন এ নম্বর বা নাগরিকত্ব সনদের নম্বর ব্যবহার করা হয়, তাহলে সেভ ডিএইচএসের নিজস্ব সিস্টেমে অনুসন্ধান চালায়। ফলাফলে এটি জানাতে পারে সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক, ল’ ফুল পার্মানেন্ট রেসিডেন্টবা বৈধ স্থায়ী বাসিন্দা বা অন্য কোনো অভিবাসন অবস্থায় আছেন কি না।

তবে ইউএসসিআইএস স্পষ্ট করেছে, সেভ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না যে কেউ ভোট দিতে পারবেন কি না। এটি কেবল নাগরিকত্ব বা অভিবাসন অবস্থা সম্পর্কে তথ্য সরবরাহ করে। কোনো সেভ ফলাফল যদি যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়, তবে সংশ্লিষ্ট সংস্থাকে বাধ্যতামূলকভাবে অতিরিক্ত যাচাই সম্পন্ন করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে তার রেকর্ড সংশোধনের সুযোগ দিতে হবে।

একই সঙ্গে সেভ প্রোগ্রাম নিশ্চিত করেছে যে, শুধু কোনো নো ম্যাচ বা অভিবাসন অবস্থা সংক্রান্ত ফলাফলের ভিত্তিতে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া বা ভোটার নিবন্ধন বাতিল করা যাবে না। সব যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। এ আপগ্রেডের ফলে সেভ প্রোগ্রাম এখন আরো দ্রুত, নির্ভুল ও নিরাপদ তথ্য প্রক্রিয়াকরণে সক্ষম হয়েছে। ইউএসসিআইএস আশা করছে, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার সততা রক্ষায় এবং ভুয়া ভোট প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন