০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:২৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলাদেশ সোসাইটির নির্বাচনে একজন জাহিদ মিন্টু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে একজন জাহিদ মিন্টু বৃহত্তর নোয়াখালি সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু।


গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটির বহুল প্রতিক্ষিত এবং ব্যয়বহুল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনে সোসাইটির ভোটাররা রব- রুহল প্যানেলের প্রতি আস্থা রেখেছেন। তবে এই নির্বাচনে রব- রুহুল প্যানেল জয়লাভ করবে- এটা কেউ কল্পনাও করতে পারেনি। কারণ বাংলাদেশ সোসাইটির নির্বাচনের ইতিহাস বা রেকর্ড সেই কথাই বলে। বাংলাদেশ সোসাইটির নির্বাচনে এ পর্যন্ত যারা বেশি ভোটার বানিয়েছেন তারাই জয়লাভ করেছেন। কিন্তু এবার ঠিক তার উল্টো ঘটনা ঘটেছে। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট জমা দিয়েছিলেন নয়ন- আলী প্যানেল। তাদের দাবি অনুযায়ী ২৭৫১০ ভোটের মধ্যে তারাই জমা দিয়েছেন প্রায় ১৭ হাজার ভোটার। বাকি ভোট জমা দিয়েছে রব-রুহুল প্যানেল এবং স্বতন্ত্র সভাপতি প্রার্থী জয়নাল আবেদীন। বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনের রব-রুহুল প্যানেলের নেপথ্য নায়ক ছিলেন বৃহত্তর নোয়াখালি সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। বলতে গেলে তিনি একাই ভোটারদের মন জয় করে এই প্যানেলকে জয়যুক্ত করেছেন। তার ক্যারিশমাটিক নেতৃত্বের কারণেই রব- রুহুল প্যানেল জয়লাভ করেছেন। বিশেষ করে ব্রুকলীন কেন্দ্রের ফলাফলই নয়ন- আলী প্যানেলের পরাজয়কে নিশ্চিত করেছে। ব্রুকলীন কেন্দ্রে রব- রুহুল প্যানেলের বিশাল জয়ের নেপথ্য ভূমিকায় ছিলেন জাহিদ মিন্টু। এই কেন্দ্রেই এবার সবচেয়ে বেশি ভোট পড়েছে। বাংলাদেশ সোসাইটির নির্বাচন এলেই একটি গোষ্ঠি নির্বাচনে কারিগরের দায়িত্ব পালন করেন। তারাই প্যানেল গঠন করেন এবং তারাই নির্বাচন পরিচালনা করেন। এবারের নির্বাচনেও অধিকাংশ কারিগর ছিলেন নয়ন- আলী প্যানেলের পক্ষে। আবার সুবিধাবাদী অনেকেই ভোটের ব্যাবধান দেখে নয়ন- আলী প্যানেলের পক্ষে চলে যান। তাদের সম্মিলিক প্রয়াসকে ধুলিসাৎ করে দেন জাহিদ মিন্টু একাই। তার চালে সবাই কুপোকাৎ। তিনি প্রমাণ করেছেন সঠিক, সৎ নেতৃত্ব এবং লক্ষ্য যদি স্থির থাকে তাহলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছা সম্ভব। নয়ন- আলী প্যানেলের যারা কারিগর ছিলেন তারা শুধু কথার ফুলজুরি ছড়িয়েছেন। কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত থেকে শুধু বড় বড় কথা বলেছেন কিন্তু কাজের কাজ কিছুই করেননি। নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রয়োজন ছিলো ভোটার আনার। কিন্তু তারা সেই কাজটিই করতে পারেননি। তাদের জন্য সেই কাজটি করা কঠিন ছিলো। কারণ তারা এত বেশি ভোট করেছেন যে তারা তাদের ভোটের ট্র্যাকিং রাখতে পারেননি। কারা তাদের ভোটার সেটাই তারা চিহ্নিত করতে পারেননি। অন্যদিকে রব- রুহুল প্যানেল তাদের ভোটারদের চিহ্নিত করেছেন এবং ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন। অন্যদিকে গোপন যে খেলা নির্বাচনকে কেন্দ্র করে ছিলো সেই খেলায়ও জয়যুক্ত হয়েছে রুব রুহুল প্যানেল। অনেকেই বলেছেন, এক জাহিদ মিন্টুর হাতেই সবাই ধরাশায়ী।

শেয়ার করুন