৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:২৮:২৩ পূর্বাহ্ন


নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
এক বাংলাদেশির মৃত্যু, দুই পা কেটে ফেলা হলো রানার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২৫
এক বাংলাদেশির মৃত্যু, দুই পা কেটে ফেলা হলো রানার হাসপাতালের বেডে আনিসুর রহমান


নিউইয়র্কে পৃথক মর্মান্তিক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মধ্যে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এর মধ্যে তার দুটো পা কেটে ফেলা হয়েছে। বাংলাদেশি অধু্যুষিত ব্রঙ্কসের দুর্ঘটনায় বাংলাদেশি ওয়াহিদ মিয়া মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে জ্যামাইকার দুর্ঘটনায় বাংলাদেশি আনিসুর রহমান রানা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

সাংবাদিক শাহ আহমদ জানান, গত ৪ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটের সময় নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় ইকনা মসজিদের পাশে (১৬৮ স্ট্রিট ও ৮৯ অ্যাভিনিউয়ে) দুই গাড়ির ধাক্কায় চাপা পড়েন আনিসুর রহমান। 

ইমরান উদ্দিন জানান, ওয়ানওয়ে চলাচলের রাস্তাটিতে বাম দিকে টার্ন করার সময় দ্রুতগামী একটা গাড়ি আরেকটি গাড়িকে ধাক্কা দিলে ওই সময় পার্কিং অবস্থায় দাঁড়িয়ে থাকা আনিসুর রহমানকে সজোরে আঘাত করে। এ সময় তিনি তার গাড়ির সামনের গ্লাস পরিষ্কার করছিলেন। প্রচণ্ড ধাক্কায় আনিসুর রহমান প্রায় ২০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

ইমরান আরো জানান, মঙ্গলবার দুপুরে ইকনা মসজিদে স্টার রাইজিং থেকে নিজ মেয়েকে আনতে গিয়েছিলেন সাউথ জ্যামাইকায় বসবাসকারী আনিসুর রহমান রানা। কে বা কারা পুলিশে কল করলে সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে আনিসুর রহমানকে জ্যামাইকা হসপিটালে নিলে চিকিৎসক দ্রুত একটি পা কেটে ফেলেন। পরের দিন ৫ ফেব্রুয়ারি চিকিৎসকরা আরেকটি পা বাঁচানোর চেষ্টা করলেও সেটিও রক্ষা করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছেন। পরে তার দ্বিতীয় পা কেটে ফেলা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। ডাক্তার জানিয়েছেন, তার আরো দুটো অপারেশ প্রয়োজন, কিন্তু জ্ঞান না ফেরার কারণে তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, রংপুর বিভাগের ধাপ এলাকার আমেরিকা প্রবাসী আনিসুর রহমান সাউথ জ্যামাইকায় থাকছেন পরিবার নিয়ে। তিনি এক ছেলে (৮) ও এক মেয়ের (৫) জনক।

এদিকে নিউইয়র্কে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার পর পরিবারটির খোঁজখবর নিতে সাউথ জ্যামাইকায় নিজ বাসায় লোকজনকে ভিড় করতে দেখা গেছে।

অন্যদিকে গত ৩ ফেব্রুয়ারি দুপুরে দেড়টার দিকে পার্কচেস্টারে বসবাসরত ওয়াহিদ মিয়া জোহরের নামাজ পড়তে সমজিদে যাচ্ছিলেন। পার্কচেস্টারে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া একটি গাড়ি ওয়াহিদ মিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরদিন পার্কচেস্টার মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার দেশের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। ব্রঙ্কসে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

শেয়ার করুন