০৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১০:১৯:৩৭ পূর্বাহ্ন


ইষিকা সাইন সাপ্লাই হোলসেলের যাত্রা শুরু
অনিক রাজ
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২৫
ইষিকা সাইন সাপ্লাই হোলসেলের যাত্রা শুরু ফিতা কেটে ইষিকা সাইন সাপ্লাইয়ের উদ্বোধন


ব্যানার ও প্রিন্টিং খাতের টোটাল সলিউশন নিয়ে যাত্রা শুরু করেছে এ খাতের প্রথম বাংলাদেশি হোলসেল প্রতিষ্ঠান ইষিকা সাইন সাপ্লাই। গত ২১ ফেব্রুয়ারি ৮৪-২২, ১০১ অ্যাভিনিউ, ইউনিট ফেক্ট, ওজোন পার্কে ‘ইষিকা সাইন সাপ্লাই হোল সেল’-এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ভাষাশহিদদের স্মরণ করা হয়। একই সঙ্গে ৫২-এর ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ ও ২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইষিকার সাপ্লাই অ্যান্ড প্রিন্টিংয়ের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আজকাল সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম ফজলুল হক, টাইম টিভির সিইও আবু তাহের, জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ফটোসাংবাদিক নিহার সিদ্দিকি, শাখাওয়াত সেলিম, ফ্রিল্যান্সিং এজেন্ট শেরিন গুরু ও ভারত প্যাটেল প্রমুখ।

অনুষ্ঠানের অতিথিরা বিভিন্ন প্রিন্টিং সামগ্রী ও আধুনিক মেশিন পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রিন্টিং কাজের উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর শাহিন ভূঁইয়া, ম্যানেজার রুহুল আমিন, টেকনিক্যাল অ্যান্ড প্রিন্টিং এক্সিকিউটিভ শফিকুর রহমান, ডেলিভারি অ্যান্ড ওয়্যারহাউস ম্যানেজমেন্ট আদনানসহ অন্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শাহ নেওয়াজ বলেন, কমিউনিটিতে এই প্রথম প্রিন্টিং ও সাপ্লাই খাতে ব্যবসা শুরু করেছে ইষিকা সাপ্লাই হোল সেল। বিভিন্ন বড় বড় ফ্রাঞ্চাইজ প্রতিষ্ঠানের সাইন বানানোর জন্য যে ম্যাটারিয়ালস লাগবে সেসব প্রিন্টিং ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে হোল সেলে ম্যাটার, অ্যালুমিনিয়াম ও মেশিনসহ বিভিন্ন তৈজসপত্র কিনতে পারবেন। এতে অন্য ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কম্পিটিশনের কোনো সুযোগ নেই। কারণ এটি সম্পূর্ণ হোল সেল ব্যবসা। এটি প্রিন্টিং খাতের ওয়ান স্টপ সলিউশন। রিটেইল ব্যবসায়ীরা সব ধরনের সেবা এখানে পাবেন। এছাড়াও প্রিন্টিং পেপার, প্রিন্টিং বোর্ডসহ যে কোনো ধরনের প্রিন্টিং ম্যাটারিয়ালের পাশাপাশি প্রিন্টিংও করিয়ে নিতে পারবেন। আমাদের কাছে বিশাল আকারের প্রিন্টিং মেশিন রয়েছে। আগে দেখতাম অনেকেই বাংলাদেশ থেকে প্রিন্ট করে আনতেন। এখন আর বাংলাদেশ থেকে প্রিন্ট করে আনতে হবে না। সর্বোচ্চ ১০ ফুট বাই ১৫০ ফুট পর্যন্ত প্রিন্ট করা যাবে। তাছাড়া এ প্রিন্ট হবে স্ক্র্যাচ মুক্ত। আমাদের কাছ থেকে পণ্য কিনলে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানেই দ্রুত সময়ের মধ্যে সরবরাহের ব্যবস্থাও আছে।

ডিরেক্টর শাহীন ভূঁইয়া বলেন, আমাদের এখানে সাইন সাপ্লাইয়ে কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। সবাই এখান থেকে সর্বোচ্চ মানের সেবা ও পণ্যই পাবেন।

নীল-ত্রিভেদী (ডেপুটি চিফ অব স্টেট) বলেন, বাংলাদেশকে ভাষাসংগ্রামের স্মরণীয় এই দিনে ইষিকা সাপ্লাইয়ের যাত্রা শুরু করায় তাদের স্বাগত। আশা করি, তাদের এই যাত্রা কমিউনিটির কল্যাণ বয়ে আনবে।

ফিরোজ আহমেদ বলেন, প্রিন্টিং ও সাপ্লাইসহ এ ধরনের কাজ কমিউনিটিতে অনেক বেড়েছে। আশা করি, ইষিকা প্রিন্টিং অ্যান্ড সাপ্লাই তাদের গুণগতমান দিয়ে কমিউনিটির সেবায় শীর্ষস্থান নেবে।

শাহ নেওয়াজ গ্রুপের পক্ষ থেকে গ্রুপের প্রেসিডেন্ট সিইও শাহ নেওয়াজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গ্রুপের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের ডিরেক্টর জাহিদ আলম, গোল্ডেন এইজ হোমকেয়ারের জ্যামাইকা অফিসের ম্যানেজার বেলাল আহমদ, ডিএমভি এক্সপ্রেসের ইনচার্জ ও আজকালের সিটি এডিটর অনিক রাজ, আজকালের জেনারেল ম্যানেজার, এ বি সিদ্দিক, মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আনিস, সাংবাদিক সায়েম আহমদ, সাদমান (জাহিন) নেওয়াজসহ অনেকে। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে শাহ নেওয়াজ গ্রুপের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ২০০০ সালে আমি এই গ্রুপ তৈরি করি। বাংলাদেশে আমার সাদিয়া শপিং কমপ্লেক্স তৈরি করার পর পরই নিট গার্মেন্টস ব্যবসার শুরু করি। তারপর নিউইয়র্কে নতুন করে আবার শাহ নেওয়াজ গ্রুপের নতুন লোগো উন্মোচন করেছি।

শেয়ার করুন