০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১০:০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


চবি অ্যালামনাইয়ের বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২২
চবি অ্যালামনাইয়ের বনভোজন চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজনে কর্মকর্তাবৃন্দ/ছবি সংগৃহীত


আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার বার্ষিক বনভোজন। সবুজে ঘেরা নিউইয়র্কেও বেলমোন্ট লেক স্টেট পার্কের অর্ক প্যাভিলিয়নে গত ২৬ জুন এই বনভোজনের আয়োজন করা হয়। এতে সিনিয়র-জুনিয়র অ্যালামনাইয়ের পাশাপশি অতিথিদের উপস্থিতিতে অন্যরকম এক আমেজের সৃষ্টি হয়। বিশেষ করে ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের স্মৃতিচারণের আড্ডায় অনেকে ক্যাম্পাসের স্মরণীয় দিনগুলোতে ফিরে যান। সকালে বনভোজনে যোগ নিয়ে একজন নারী অ্যালামনাই তার মনের প্রতিক্রিয়ায় জানান, ‘অ্যালামনাইয়ের অনুষ্ঠানে বিশেষ করে বনভোজনে আসলে সারা বছরের কান্তি-কষ্ট দূর হয়ে যায়।’ 

ব্যক্তিগত গাড়ি নিয়ে অ্যালামনাই ও অতিথিরা বনভোজনস্থলে সমাবেত হওয়ার পর সকালের নাশতা গ্রহণের পাশাপাশি আড্ডায় মেতে ওঠেন। এরপর বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে বনভোজনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এমলাক হোসেন ফয়সাল। সাধারণ সম্পাদক আশিক মাহমুদের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন বনভোজন আয়োজন কমিটির আহŸায়ক ও সাবেক সভাপতি সামসুল ইসলাম মজনু, সাবেক সভাপতি অধ্যাপক কাজী ইসমাইল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সোলাইমান, সহ-সভাপতি বদরুল হক আজাদ, বনভোজন আয়োজন কমিটির সদস্য সচিব কাউসার সরদার প্রমুখ। 

দুপুরে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর-কিশোরীদের দৌড় প্রতিযোগিতা আর পুরুষদের হাঁড়িভাঙা। মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত হয় মহিলাদের পিলো নিক্ষেপ। এছাড়াও ছিলো আকর্ষনীয় র্যাফল ড্র প্রতিযোগিতা। জ্যামাইকার সাগর রেস্টুরেন্টের মজাদার খাবারের পাশাপাশি বিকেলের আয়োজনে ছিলো ঝাল মুড়ি আর গরম গরম চা। 

বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ পর্বে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এমলাক হোসেন ফয়সাল। সাধারণ সম্পাদক আশিক মাহমুদের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন বনভোজন আয়োজন কমিটির আহŸায়ক ও সাবেক সভাপতি সামসুল ইসলাম মজনু, সাবেক সভাপতি অধ্যাপক কাজী ইসমাইল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সোলাইমান, সহ-সভাপতি বদরুল হক আজাদ ও বনভোজন আয়োজন কমিটির সদস্য সচিব কাউসার সরদার ছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ, বাংলাদেশ সোসাইটি সাবেক নির্বাচন কমিশনার হেলাল উদ্দিন, অধ্যাপক জালাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শামীমা খানম শবনাজ, অধ্যাপক সিরাজুল ইসলাম, মনোয়ারুল হক মুকুল, মোহাম্মদ হানিফ চৌধুরী, নুরুল ইসলাম লাকী প্রমুখ।

সংগঠনের কর্মকর্তা আর অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। র্যাফল ড্রসহ বিভিন্ন পুরষ্কারের স্পন্সরদের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, মাকসুদুর রহমান, শামসুল ইসলাম মজনু, মাকসুদুল হক চৌধুরী, আমিন উদ্দিন, খামারবাড়ি ও আমেরিকান লজিস্টিক। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজনে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক দেলোয়ার হোসেন, স›দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি আব্দুল হান্নান পান্না, স›দ্বীপ এডুকেশনাল সোসাইটি সভাপতি ইকবাল হায়দারসহ মাস্টার ইদ্রিস আলম, অধ্যাপক আমজাদ হোসেন, নাছির উদ্দিন, সাহাব উদ্দিন রানা, মেজবা উদ্দিন মনির, হাজী মো. আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন