২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৪:৬:১৮ অপরাহ্ন


বামজোটের ডাকা হরতাল চলছে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
বামজোটের ডাকা হরতাল চলছে হরতাল চলাকালে বাম জোটের মিছিল/নিজস্ব ছবি


বামজোটের ডাকা আধবেলা হরতাল চলছে। রাজধানীর পল্টন এলাকায় বিভিন্ন দলের হরতাল সফল করার লক্ষ্যে মিছিল পথ সভা করছে বাম জোট। এর আগে গতকাল ২৪ আগস্ট ২০২২ গনতান্ত্রিক বাম ঐক্যের হরতাল সফল করার জন্য প্রচার মিছিল করেন গনতান্ত্রিক বাম ঐক্য। মিছিলটি জাতীয় প্রেসক্লাবর সামন থেকে শুরু করে কদমফোয়ারা,পল্টন মোড়,বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড় হয়ে আবার পল্টন মোড় এসে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন গনতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয় ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (ঝউচ) এর আহবায়ক, আবুল কালাম আজাদ, বাংলাদেশের সাম্যবাদী দল (গখ)এর সাধারণ সম্পাদক হারুন চৌধুরী,

হরতালের সফল করতে মিছিল/নিজস্ব ছবি 

সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক   সামছুল আলম, প্রগতিশীল গনতান্ত্রিক দল (চউচ)এর মহাসচিব হারুন আল রশিদ খাঁনসহ গনতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। মিছিল উত্তর সমাবেশে নেতৃবৃন্দ বলেন,সরকার সব কিছুর মূল্য বৃদ্ধি করে জনগনের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে।বাংলাদেশের ৪০-৪৫ শতাংশ মানুষ তিন বেলা খেতে পারছেনা।তাই আমরা বাধ্য হয়ে হরতাল ডেকেছি। আশা করি বাংলাদেশের সকল স্থরের মানুষ এই হরতাল পালন করবে এবং সকলকে হরতাল পালনের আহবান করে পল্টন মোড়ে মিছিল উত্তর সমাবেশ করে সমাপ্তি ঘোষণা করেন। 

শেয়ার করুন