১৪ ডিসেম্বর ২০১২, শনিবার, ০৩:২০:২৩ পূর্বাহ্ন


আদিলুর রহমানকে ২ বছরের কারাদন্ড
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২৩
আদিলুর রহমানকে ২ বছরের কারাদন্ড


মানবিধার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে ২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। ২০১৩ সালের এক মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং সংগঠনটির পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলানকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


আদিলুর রহমান খান ও এএসএম নাসিরুদ্দিন এলানকে ২০১৪ সালের ৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশি পদক্ষেপের বিষয়ে বিকৃত তথ্য ও বিকৃত ছবি প্রচার করার অভিযোগে আইসিটি মামলায় (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন) আসামি করা হয়।


প্রতিবাদ সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে অধিকার বাংলাদেশে একটি তথ্য-অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করার পর ২০১৩ সালের ১০ আগস্ট বিশিষ্ট মানবাধিকারকর্মী আদিলুর রহমান খানকে আটক করা হয়। পুলিশ তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর অধীনে মামলা দায়ের করা হয়। পরে ২০১৮ সেটিকে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে প্রতিস্থাপিত করে। আলিনুর ৬২ দিন পুলিশ হেফাজতে ছিলেন, পরে আটক করা ইলান ২৫ দিন পুলিশ হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার কারাগারে পাঠানোর আগপর্যন্ত দুজনই জামিনে ছিলেন।

শেয়ার করুন