২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৪:৪৪:১৯ পূর্বাহ্ন


শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভা
২৫০০০ টাকা মজুরি আদায়ে সর্বাত্মক আন্দোলনের আহ্বান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৩
২৫০০০ টাকা মজুরি আদায়ে সর্বাত্মক আন্দোলনের আহ্বান শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের মিছিল


গাজীপুর ও মিরপুরে শ্রমিক হত্যার প্রতিবাদে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভায় নেতৃবৃন্দ শ্রমিক হত্যার বিচার ও ২৫০০০ টাকা মজুরি আদায়ে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সর্বস্তরের শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত ৩১ অক্টোবর বিকালে পল্টন মোড়ে সংগ্রাম পরিষদের সভায় এ আহ্বান জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, ‘আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী বাহিনীর গুলিবর্ষণসহ নির্বিচার হামলায় গাজীপুরের রাসেল হাওলাদার ও মিরপুরে ইমরান নামে ২ জন শ্রমিক নিহত হয়েছেন। মিরপুরে আরও নিখোঁজ ২ জন শ্রমিকেরও একই পরিণতি ঘটেছে বলে শ্রমিকদের ধারণা।’

নেতৃবৃন্দ বলেন, ‘হত্যা ও হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি, আহতদের সুচিকিৎসা ও নিহতদের একজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে।’ নেতৃবৃন্দ ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারকে ফ্যাসিবাদী আখ্যায়িত করে বলেন, ‘মালিক শ্রেণীর স্বার্থের পাহারা দিতেই এই সরকার হত্যা হামলা, মামলার চরম দুঃশাসন কায়েম করেছে।’ নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫০০০ টাকা আদায়ে প্রয়োজনে সর্বাত্মক শ্রমিক ধর্মঘটের প্রস্তুতি নেবার জন্য সর্বস্তরের শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

সমন্বয়ক মঞ্জুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, শ্রমজীবী আন্দোলনের আহ্বায়ক হারুনার রশিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক শামীম ইমাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক সত্যজিত বিশ্বাস, শ্রমজীবী সংঘের রুবেল শিকদার, গার্মেন্টস টিইউসি’র সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।

শেয়ার করুন