২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০১:৫৬:১৮ অপরাহ্ন


খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির অভিযোগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৩
খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির অভিযোগ


গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১৩ ডিসেম্বর, রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আনা ফুলের তোড়া নিয়ে যায় পুলিশ। তবে প্রায় এক ঘণ্টা পর সেই ফুল ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


শায়রুল কবির জানান, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের ১৫ সদস্যের একটি টিম চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালায়। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণের জন্য এনে রাখা ফুলের তোড়াটি নিয়ে যায়। শুধু তা ই নয়, আগামীকাল ১৪ ডিসেম্বর সকালে যে কেউ চেয়ারপারসনের কার্যালয়ে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও শাসিয়ে যায়। প্রায় ১৫ মিনিট অবস্থানের পর কার্যালয়ের বিভিন্ন কক্ষ পুলিশ ভিডিও করে নেয়।


উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ২৮ অক্টোবর থেকেই তালাবদ্ধ।

শেয়ার করুন