২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৬:৩৬:৩৪ পূর্বাহ্ন


রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৪
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন বক্তব্য রাখছেন মু. ফখরুল ইসলাম মাছুম


প্রবাসের বৃহত্তম সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের কার্যকরি কমিটির প্রথম সভা গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে। সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি এবং নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সংগঠনের সেক্রেটারি নূরে আলম মনিরের পরিচালনা এবং সভাপতি মোঃ ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মায়ের ইন্তেকালে বিশেষ দোয়া করা হয়। তারপর সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং উপদেষ্টা পরিষদ গঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারো সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ গঠিত হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন: মোঃ মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা ফিরোজুল ইসলাম পাটোয়ারী, হারুন ভূঁইয়া, আমিন খান জাকির, মোরশেদ আলম, দিল আফরোস (নার্গিস আহমেদ), নাজমুল আহসান, অধ্যাপক শাহাদাত হাসান, মনিরুজ্জামান মজুমদার, মোঃ আলম, নুর আলী স্বপন, জসিম রাসেল, মোহাম্মদ ফারুকুল ইসলাম, নিলুফার ইয়াসমিন মিতু, মুনমুন হাসিনা, ফারুক আহমেদ ভূঁইয়া, জামান তপন, মনিরুল ইসলাম, মামুন মিয়াজী, মোঃ এল কবির (রতন)।

পূর্ণাঙ্গ কমিটি: সভাপতি- মু. ফখরুল ইসলাম মাছুম, সিনিয়র সহ সভাপতি-বিপ্লব সাহা, সহ-সভাপতি মোঃ কবির, সহ-সভাপতি মোঃ আক্তার হামিদ, সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, সহ-সভাপতি মোবারক হোসাইন, সহ-সভাপতি মোঃ সিদ্দিক পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ রেজাউর রহমান রাজু, সহ-সভাপতি নুরুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক নূরে আলম মনির, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সহ সাধারণ সম্পাদক-মোঃ নুরুল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ মোঃ আবু সাদেক, সহ-কোষাধ্যক্ষ মাহবুবুল আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসীম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আবু বকর, শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল পাটোয়ারী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিঞা ওবায়দুর রহমান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোঃ আহাদ ভূইয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক আবুল বাশার, মহিলা সম্পাদিক এডভোকেট নুবাইরা ইবনাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা শাহানারা কবির, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন মিয়াজী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন আনু,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ মইনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাফায়েত হোসেন রুমান, সদস্য মাহমুদা আহমেদ, সদস্য হাসান মাহমুদ সোহেল, সদস্য আব্দুস সামাদ টিটু, সদস্য শাকিল মিয়া, সদস্য মোঃ ফারুক আহমেদ, সদস্য আব্দুল মমিন, সদস্য খোরশেদ আলম, সদস্য মকসেদুর রহমান সেলিম, সদস্য মোঃ সোহেল গাজী, সদস্য শাহ আলম, সদস্য ফাতেমা আক্তার, সদস্য মোঃ জহিরুল ইসলাম, সদস্য মোঃ রফিকুল ইসলাম, সদস্য গিয়াস মাতাব্বর, সদস্য বেলায়েত হোসাইন সোহাগ, সদস্য ফারহানা আক্তার শিমু, সদস্য নূর হোসাইন, সদস্য রাজন হাসান, সদস্য মোঃ জাকির হুসাইন, সদস্য ফয়েজ আহমেদ, সদস্য মোঃ বোরহানউদ্দিন, সদস্য মোঃ মোরশেদ,সদস -ওসমান ওমর ফারুক।

এবছর আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনের আহ্বায়ক হলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম ভূঁইয়া ও সদস্য সচিব আহাদ ভাইয়া। ইফতার মাহফিলের আহ্বায়ক হলেন আবু সাদেক ও সদস্য সচিব আবু বকর। ঈদ পূনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক মোঃ সিদ্দিক পাটোয়ারী সদস্য ও সচিব জসিম উদ্দিন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন