২৯ এপ্রিল ২০১২, সোমবার, ৬:৫১:৫৪ অপরাহ্ন


ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা যা বললেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা যা বললেন


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে গত ২৬ মে দেশের সর্বোচ্চ আদালতের প্রবিত্র অঙ্গণে ছাত্রদলের নেতাকর্মী এবং আইনজীবীদের ওপর সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের পৈশাচিক ও ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে এই ঘটনায় জড়িত দুর্বত্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ,`গত কয়েকদিন ধরেই ছাত্রলীগের দুবৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের শান্তিপূর্ণ স্বাভাবিক কর্মকান্ডে বাধাদান করছে এবং ছাত্রদলের নেতা কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচীর ওপর বর্বরোচিত হামলা পরিচালনা করছে। এদের সশস্ত্র হামলায় গতকাল এবং গত ২৪ মে শতাধিক নেতা-কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। এদের অনেকেই এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।' 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারী পেটোয়া বাহিনীর নির্মম হামলা ও অমানুষিক নির্যাতনের হাত থেকে ছাত্রদলের ছাত্রী বোনেরাও রেহাই পান নাই।  তারা হাইকোর্টের ভেতরে ঢুকে প্রাণের ভয়ে আশ্রয় নেয়া ছাত্রদলের নেতাকর্মীদের সাথে আইনজীবীদেরও বেধড়ক মারপিট করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো  বলেন, সরকার একদিকে বিরোধী দলের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় বাধা না দেওয়ার কথা বলছে, অন্যদিকে বিরোধী দল ও মতকে নিষ্ঠুরভাবে দমন করার ঘৃণ্য খেলায় মেতে উঠেছে, যা রাষ্ট্র ও সরকার পরিচালনায় ভোট ও ভোটারবিহীন অবৈধ সরকারের চরম বেসামাল অবস্থারই বহি:প্রকাশ।

নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারদলীয় ছাত্র সংগঠনের উপর্যুপুরি সন্ত্রাসী কর্মকান্ডের পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চরম নির্লিপ্ততায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিশ্ববিদ্যালয় ও বিচারাঙ্গণের পবিত্রতা রক্ষা এবং হামলা নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশের আপামর ছাত্রসমাজসহ সকল শ্রেনী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়ে আন্দোলনে শামিল হবার জন্য আহ্বান জানিয়েছেন।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন-

সর্বজনাব শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, এ বি এম মোশারফ হোসেন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহ উদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, রাজিব আহসান, আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমূখ। 

শেয়ার করুন