৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ০১:৫১:২৮ পূর্বাহ্ন


নিউইয়র্কে আইসের অভিযান প্রতিরোধে কৌশল গ্রহণ গভর্নর ক্যাথি হোচুলের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৫
নিউইয়র্কে আইসের অভিযান প্রতিরোধে কৌশল গ্রহণ গভর্নর ক্যাথি হোচুলের ক্যাথি হোচুল


নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, তিনি রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে টেবলটপিং এক্সারসাইজ করছেন, যাতে অনিবন্ধিত বা নতবিহীন অভিবাসীরা ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের হাত থেকে নিরাপদ রাখা যায়। তিনি বলেন, সম্প্রতি তিনি অভিবাসী অধিকার সংস্থা এবং প্রতিবাদমূলক সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেছেন, যাতে তারা স্থানীয় স্তরে অভিবাসীদের সুরক্ষার জন্য কৌশল নিয়ে আলোচনা করতে পারে। তিনি উল্লেখ করেন, আমাদের স্কুল, চার্চ এবং অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কিত নানা কৌশল রয়েছে, এবং আমরা তথ্যও প্রচার করছি। তিনি আরো বলেন, কয়েকটি গ্রুপের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন এবং শিগগির ব্যবসায়ী নেতাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন।

হ্যারোলমে ফেডারেল অর্থায়ন কমানোর বিষয়ক এক প্রেস কনফারেন্সে উপস্থিত কংগ্রেস সদস্য অ্যাড্রিয়ানো এস্পাইলাট বলেন, সম্প্রতি তিনি শিকাগো থেকে ফিরে এসেছেন, যেখানে কয়েকজন কংগ্রেস সদস্যের সঙ্গে মিলিত হয়ে শিকাগোতে আইসের কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানাশোনা করেছেন। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা ছোট শহরগুলোতে তাদের মডেল পরীক্ষা করছে, কোনোটা কার্যকর এবং কোনোটা নয়। কিন্তু তারা শিগগিরই নিউইয়র্কেও আসছে।

এস্পাইলাট শিকাগোতে ব্যবহৃত ‘র‌্যাপিড রেসপন্স সিস্টেম’ও উল্লেখ করেছেন, যেখানে সন্দেহজনক আইস এজেন্টের উপস্থিতি ধরা পড়লে স্কুলগুলো স্লো লকডাউন প্রোটোকল কার্যকর করছে। এছাড়া কিছু শিক্ষার্থী ভার্চুয়াল ক্লাসে অংশ নিচ্ছে, যারা ব্যক্তিগতভাবে স্কুলে আসতে ভয় পাচ্ছে। সম্প্রদায়ের মানুষ সেফটি করিডোর তৈরি করেছেন, যাতে অভিবাসীরা জানতে পারে কোন স্কুল বা ব্যবসা তাদের সুরক্ষা দেবে।

হোচুল বলেন, তিনি নিয়মিত ইলিনয়সের গভর্নর জে বি প্রিৎসকারের সঙ্গে শিকাগোর মতো কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, টেবলটপিং এক্সারসাইজ এবং ‘ওয়ার রুম’-এগুলোই আমাদের মূল আলোচনা। আমার প্রধান লক্ষ্য হলো নিউইয়র্কে আইসের ব্যাপক হস্তক্ষেপ রোধ করা এবং ব্যবসায়ী নেতাদের মাধ্যমে প্রেসিডেন্টকে বোঝানো যে এটি বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করবে। তবে আমরা সতর্ক থাকছি, কারণ অন্যান্য কৌশলও প্রয়োজন।

হোচুল এখনো কিছু আইনপ্রণেতাদের প্রস্তাবিত বিল, যেমন নিউইয়র্ক ফর অল এবং ডিগনিটি নট ডিটেনশন অ্যাক্টস, সমর্থন করেননি। তিনি বলেন, পরবর্তী আইনসভা অধিবেশনে আমরা আলোচনা করবো কীভাবে নিউইয়র্কে বসবাসকারী মানুষদের সর্বোত্তমভাবে সুরক্ষা দেওয়া যায়। এই কৌশলগুলো হোচুল ও রাজ্য কর্মকর্তাদের জন্য নতুন রূপ নেওয়ার চেষ্টা, যেখানে স্থানীয় স্তরে অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফেডারেল আইসের আগ্রাসী অভিযান প্রতিরোধ করা প্রধান উদ্দেশ্য।

শেয়ার করুন