১৭ মে ২০১২, শুক্রবার, ০৯:৩০:২৬ অপরাহ্ন


কারাগারে মির্জা ফখরুল - মির্জা আব্বাস
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২২
কারাগারে মির্জা ফখরুল - মির্জা আব্বাস আদালত প্রাঙ্গনে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে নিয়ে যাওয়ার মূহূর্ত/ছবি সংগৃহীত


পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায় কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিমআজ শুক্রবার এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাদের আদালতে আনা হয়। তাদেরকে রাখা হয় আদালতের হাজতখানায়। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের আইনজীবীরা জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদন নাকচ করে পুলিশের পক্ষ থেকে তাদের কারাগারে আটক রাখার আবেদন ছিল। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত বিকেল পাচটার কিছু সময় পর জামিনের আবেদন নাকচ বরে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


শেয়ার করুন