৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৪১:৩৯ পূর্বাহ্ন


মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি তরুণ খুন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি তরুণ খুন বাবা ও ছেলে


যুক্তরাষ্ট্রের বাফেলোতে প্রকাশ্যে গুলি করে বাংলাদেশি বংশোদ্ভূত রওনক হাসান রিটন (২০) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। ঘটনার দুদিনেও সেই ঘাতক গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। অন্যদিকে মিশিগানে এক মমান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।

নিহত তরুণের বাবা আতাউর রহমান লিটনসহ স্বজনরা মনে করছেন, এটি ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলক হামলা। অন্যদিকে বাফেলো সিটি সংলগ্ন চিকটোয়াগা পুলিশের প্রধান ক্যাপ্টেন জেফরি স্মিডট জানান, তদন্তের পরই নিশ্চিত করা যাবে হত্যার মোটিভ। ক্যাপ্টেন জেফরি সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে তদন্তে এবং দুর্বৃত্তকে গ্রেফতারের ব্যাপারে সহযোগিতার আহ্বান রেখেছেন। 

নিউইয়র্ক সিটি থেকে ৩৭৭ মাইল দূর নিউইয়র্ক স্টেটের বাফেলোতে বাংলাদেশিদের নতুন বসতি স্থল বাফেলোর সিডার রোডে ১২ অক্টোবর শনিবার বিকাল ৫টায় কলেজগামী তরুণ রিটনকে হত্যার ঘটনাটি ঘটেছে অত্যন্ত ঠান্ডা মাথায়। গুলিবিদ্ধ করার পরই দুর্বৃত্তটি তার গাড়ি চালিয়ে ওই স্থান ত্যাগ করেছে বলে জানায় রিটনের সঙ্গে থাকা সহপাঠী হামেদ লতিফ। 

রিটনের বাবা আতাউর রহমান লিটন গণমাধ্যমকে বলেন, গুলিবিদ্ধ হয়ে রিটন মারা গেছে, এটা আমি বিশ্বাস করতে পারিনি। কারণ রিটন খুবই শান্ত স্বভাবের মানুষ ছিল। কারো সঙ্গে তার কোন বাজে সম্পর্ক থাকতে পারে না। আমি বুঝতে পারছি না কে এবং কেন তাকে গুলি করলো? আমি ন্যায়বিচার চাই। 

রিটনের এই অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না প্রবাসীরা। শনিবার ও রবিবার তারা বিভিন্ন স্থানে মিলিত হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পুলিশি আচরণে। প্রবাসীরা অভিযোগ করছেন, রিটনকে গুলি করার পর দুর্বৃত্ত নিজেই পুলিশের জরুরি ফোন নম্বর-৯১১ এ ফোন করেছে এবং গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে। এতদসত্ত্বেও কেন তাকে আটক করা সম্ভব হচ্ছে না? 

জানা গেছে, বাফেলো একটি পরিত্যক্ত এলাকা ছিল। সেখানকার আফ্রিকান-আমেরিকানরা অন্যত্র পাড়ি জমিয়েছেন অসহনীয় শীত পড়ায়। জরাজীর্ন বাড়ি খুবই স্বল্প দামে ক্রয়ের পর তার সংস্কার করে নিউইয়র্ক থেকে ৩৫ হাজারের অধিক বাংলাদেশি সেখানে বসতি গড়েছেন। কয়েক মাস আগেও নিজের বাসায় কাজের সময় আরেকজন প্রবাসীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ অবস্থায় বাফেলোর প্রবাসীরা স্বস্তিতে নেই। 

রিটনের নামাজে জানাজা সোমবার স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোররাত ৩টা) বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠানের পরই দাফন করা হয়। 

মিশিগানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সন্তান ও পিতার মৃত্যু

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দেশটির হামট্রামিক শহরে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জের ছাতকের বুরাইরা গ্রামের নুর মিয়া ও তার ছেলে এম মাহিদুল ইসলাম সুজন। তথ্যটি জানিয়েছেন মাহিদুলের মামাতো ভাই নাভেদ আহমদ।

নাভেদ বলেন, মাহিদুল বিবাহ সূত্রে বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছিলেন। মাস দুয়েক আগে বাবাসহ পরিবারের সদস্যদের সেখানে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে মাহিদুল তার বাবাকে নিয়ে প্রাইভেটকারে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন