১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


সাকিবের টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরী
কিউই ট্রাইনেশনে এক ম্যাচেও জিতেনি বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
কিউই ট্রাইনেশনে এক ম্যাচেও জিতেনি বাংলাদেশ ম্যাচে সাকিব ও লিটন নিজেদের যোগ্যতা প্রমানে সক্ষম হয়েছেন। বাকীরা রীতিমত ব্যার্থ/ছবি সংগৃহীত


ফাইনালের সম্ভাবনা যেমনটা ছিলনা সিরিজের আগেই। তেমনি টুর্নামেন্ট শুরুর পরও বাস্তবেও ঘটলো সেটা। তাই বলে অন্তত একটা ম্যাচও জিতবে না? না, গুরুত্বহীন ম্যাচেও পাকিস্তানের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। এ ম্যাচে হেরেছে তারা সাত উইকেটের বড় ব্যাবধানে। প্রথম ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করেছিল ১৭৩/৬। জবাবে এক বল হাতে রেখে লক্ষ্যে পৌছায় পাকিস্তান।


ম্যাচে প্রাপ্তি বলতে সাকিবের টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরী। ৪২ বলে ৬৮ করেন এ অভিজ্ঞ ক্রিকেটার। এছাড়া আর এক অভিজ্ঞের ব্যাট হেসেছে। তিনি লিটন কুমার দাস। তিনি করেন ৪২ বলে ৬৯ রান। এ দুয়ের মত যদি বিসিবি’র তরুনরা রান করতে পারতেন তাহলে স্কোরটা দুইশ পেরিয়ে যেতে পারতো। কিন্তু ব্যার্থতার ষোলকলা অন্যদের ব্যাটে।


শান্ত,সৌম্য,আফিফ, ইয়াসির আলীরা ক্রাইস্টচার্জের উইকেটে সামলাতে পারেনি পাকিস্তানের বোলিং। জবাবে ব্যাট করতে নেমে অনেকটা দেখেশুনে খেলে জিতে যায় পাকিস্তান। দুই ওপেনার রিজওয়ান ও বাবরের ১০১ রানের পার্টনারশীপেই নিশ্চিত ছিল সব। শেষ মুহুর্তে নেওয়াজের ৪৫ রান উল্লেখযোগ্য। আর দুই ওপেনারের মধ্যে রেজওয়ান ৬৯ ও বাবর করেছিলেন ৫৫। হাসান মাহমুদ নেন দুই উইকেট। 



শেয়ার করুন