১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০১:৪৭:৪০ পূর্বাহ্ন


কনস্যুলার সেবার ফি বৃদ্ধিতে বাংলাদেশ সোসাইটির প্রতিবাদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৫
কনস্যুলার সেবার ফি বৃদ্ধিতে বাংলাদেশ সোসাইটির প্রতিবাদ বাংলাদেশ সোসাইটির স্মারকলিপি হস্তান্তর


যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সোসাইটি কনস্যুলার সার্ভিসের ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সোসাইটি মনে করে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, প্রবাসীবিরোধী এবং অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কনস্যুলেট সার্ভিসে কিছু সেবার ফি ৭৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা প্রবাসীদের জন্য এক ধরনের আর্থিক শাস্তির শামিল বলে মনে করছে বাংলাদেশ সোসাইটি।

বর্তমান সরকারকে প্রবাসীবান্ধব সরকার বলা হলেও বাস্তবে একের পর এক প্রবাসীবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে এই সরকার। এ রকম ফি বৃদ্ধি সেই প্রমাণই বহন করে। প্রবাসীরা দুই হাত ভরে সরকারের পাশে দাঁড়িয়ে রেমিট্যান্সের বন্যা বইয়ে দিচ্ছে, অথচ সরকার তাদের বারবার হতাশ করছে। প্রবাসীরাই সরকারের সবচেয়ে বড় সহযোগী হলেও তাদের নানা ভোগান্তির মাধ্যমে প্রতিদান দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সোসাইটি দাবি জানাচ্ছে ফি পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হবে এবং সম্ভব হলে আগের চেয়েও কমিয়ে আনতে হবে, যাতে প্রবাসীরা সরকারি সেবা সহজেই গ্রহণ করতে পারে। বাংলাদেশ সোসাইটি মনে করে সরকারের উচিত হবে প্রবাসীদের সঙ্গে আলোচনা করে যুক্তিযুক্ত ও মানবিক সিদ্ধান্ত নেওয়া। না হলে সরকারের প্রতি প্রবাসীদের আস্থা ও সমর্থন ব্যাহত হতে পারে। বাংলাদেশ সোসাইটি এই সিদ্ধান্তকে প্রবাসীদের প্রতি চরম অবহেলা ও অমানবিক আচরণের প্রতিফলন বলে মনে করছে এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রবাসীবান্ধব নীতির বাস্তবায়ন নিশ্চিত করুন।

শেয়ার করুন