০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বিদ্যুতখাতে দুর্নীতির ব্যয় মেটাতে দফায় দফায় দাম বাড়াচ্ছে - মির্জা ফখরুল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৩
বিদ্যুতখাতে দুর্নীতির ব্যয় মেটাতে দফায় দফায় দাম বাড়াচ্ছে - মির্জা ফখরুল


বিদ্যুতখাতে দুর্নীতির ব্যয় মেটাতে সরকার দফায় দফায় দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বুধবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ইউনিয়ন পর্য়ায়ের নেতাদের এক মতবিনিময় সভায় গতকাল বিদ্যুতের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ আপনারা লক্ষ্য করেছেন গতকাল রাতে বিদ্যুতের দাম আরো ৫% বাড়ানো হয়েছে। যেটা এই কয়েক মাসের মধ্যে তিনবার বাড়ানো হলো। বাড়ানো প্রধান কারণটা হচ্ছে, বিদ্যুতখাতে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির জন্যে যে পরিমান খরচ-ব্যয় বৃদ্ধি পাচ্ছে সেই ব্যয় মেটানোর জন্য তাদের(সরকার) এখন জনগনের পকেট থেকে টাকা কেটে নিতে হবে। সেই কারণে তারা আজকে বিদ্যুতে দাম দফায় দফায় বাড়াচ্ছে।”


বিএনপি মহাসচিব বলেন, ‘‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। তাতে করে আমাদের সমস্ত উতপাদন বেড়ে যাচ্ছে। কল-কারখানার উতপাদন ব্যয় বাড়ছে। মানুষের সহজ জীবনযাপনের খরচ বাড়ছে, জীবনের ওপর চাপ পড়ছে।”


গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বরিশাল বিভাগের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এই মতবিনিময় সভা হয়। লন্ডন থেকে স্কাইপেতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।


গত ২৩ ফেব্রুয়ারি থেকে রংপুর বিভাগের ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের সাথে মতবিনিময়ের ১০ দিনের এই কর্মসূচি শুরু হয়। গত তিনদিনে রংপুর, খুলনা, সিলেট বিভাগের মতবিনিময় শেষ হয়েছে।


‘নিত্যপণ্যের দাম ৫৯ ভাগ বেড়েছে’


মির্জা ফখরুল বলেন, ‘‘ আজকে চাল-ডাল-তেল লবন এর প্রতিটির মূল্য আজকে ভয়ানকভাবে বেড়ে গেছে। প্রায় তিনগুন, চার গুন, পাঁচ গুন থেকে এখন ৫৯ ভাগ বেড়েছে। অথচ দেখেন দেশের মানুষ যখন চালের জন্য টিসিবির ট্রাকের সামনে লাইন দিচ্ছে, দাঁড়িয়ে থাকলে এক মাইল লম্বা লাইনে, মানুষ যখন খাদ্যের জন্য হাহাকার করছে, সারা দেশে মানুষের মধ্যে যখন অস্বস্তিকর হাহাকার পরিস্থিতি প্রায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সময়ে আমাদের অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির দেশের বাড়ি হাওড় এলাকায় গেছেন এবং সেখানে একটি উতসব হচ্ছে। সেই উতসবে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন খাদ্য-খাবার দিয়েছে এই খাওরে প্রায় ২৩ পদের মাছে দেয়া হয়েছে আপনারা পত্রিকা দেখেছেনৃ।”


তিনি বলেন, ‘‘ সাধারণ মানুষের সঙ্গে আমাদের যে মানুষগুলো এখন খাদ্যভাবা ভোগছে, চাল পাচ্ছে না। সেই মানুষগুলোর সঙ্গে এটা একটা রসিকতা বা তামাশা করা হচ্ছে। এটা দেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না।এটা আমাদেরকে আরেকটা সময়ের কথা মনে করিয়ে দেয়। পুরনো বয়োজ্যেষ্ঠ যারা আছেন ১৯৭৪-৭৫ সালে তখনও কিন্তু সেই সময়ের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ছিলেন তখনও কিন্তু তাদের দুর্নীতির কারণে, তাদের অব্যবস্থার কারণে সেদিনও দেশে দুর্ভিক্ষ হয়েছিলো, লক্ষ লক্ষ মানুষ না খেতে পেরে মারা গিয়েছিলো।”


‘প্রাথমিক বৃত্তির ফল প্রকাশেও ব্যর্থ ওরা’


ফখরুল বলেন, ‘‘ প্রাইমারি বৃত্তি পরীক্ষার ফল গতকালই ঘোষণা করার চার ঘন্টার মধ্যে আবার সেই ফলাফল স্থগিত করা হলো। অর্থাত গোটা শিক্ষা ব্যবস্থাই শুধু নয়, এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলও সঠিকভাবে প্রকাশ করতে পারেনি। পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখুন, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের অত্যাচার-নির্যাতনে আজকে মেয়েরা পর্যন্ত নিরাপদ নয় এবং সেখানে কি ভয়াবহ নির্যাতন হয়েছে যে, হাইকোর্ট বলেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। সব বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে একই অবস্থা। শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা।”


তিনি বলেন, ‘‘ স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। তার মধ্যে তাদের লুটপাট বন্ধ নেই। তারা রিজার্ভ থেকে টাকা চুরি করে পাচার করে দিচ্ছে। ব্যাংকগুলো থেকে তারা টাকা পাচার করে বিদেশে বাড়ি তৈরি করছে। গতকাল একটা পত্রিকায় দেখলাম যে, এক ব্যক্তির নিউইয়র্কে ৪০টি বাড়ি টাকার পাচার করে। এই এটা অবস্থা তারা বাংলাদেশে তৈরি করেছে, লুটপাট করে বিদেশে টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে।অন্যদিকে বাংলাদেশের মানুষ খাদ্যাভাবের মধ্যে বসবাস করছে।”


এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে তৃণমূল পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে আরো জোরদার করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।


মির্জা ফখরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থায়ী কমিটির সদস্য মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমূখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন