১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


তরুণদের বিপুল সাড়া
নিউ ইয়র্কে আগাম ভোটে রেকর্ড
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৬-২০২৫
নিউ ইয়র্কে আগাম ভোটে রেকর্ড


নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রাইমারি প্রাথমিক নির্বাচনে আগাম ভোটদান এই বছর নতুন উচ্চতায় পৌঁছেছে। নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনস জানিয়েছে, ১৪ থেকে ২২ জুন পর্যন্ত মোট ৩,৮৪,৩৩৮ জন ভোটার আগাম ভোট দিয়েছেন। এই সংখ্যা ২০২১ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। চার বছর২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই সংখ্যা ছিল ১,৯১,১৯৭।

নিউ ইয়র্ক সিটির বিভিন্ন বরোতে আগাম ভোটদানে বিস্ময়কর বৃদ্ধি দেখা গেছে। ম্যানহাটানে ১,২২,৬৪২ জন আগাম ভোট দিয়েছেন, যা ২০২১ সালের তুলনায় ১০২% বেশি। ব্রুকলিনে ভোট দিয়েছেন ১,৪২,৭৩৫ জন এটি ১১৮% বৃদ্ধি। কুইন্সে ৭৫,৭৭৮ জন ভোট দিয়েছেন, যা ১১৪% বেশি। ব্রঙ্কসে ৩০,৮১৬ জন এবং স্ট্যাটেন আইল্যান্ডে ১২,৩৬৭ জন ভোট দিয়েছেন, যথাক্রমে ৫০% এবং ৩৬% বৃদ্ধি নিয়ে। এই সংখ্যাগুলো প্রমাণ করে যে আগাম ভোটদান এখন শুধু সুবিধাজনক নয়, বরং একটি সাংগঠনিক ও রাজনৈতিক কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। এবারের নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ বিশেষভাবে চোখে পড়ার মতো। একটি বিশ্লেষণে দেখা গেছে, ২৫ থেকে ৩৪ বছর বয়সী ভোটারদের মধ্যেই সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে। যদিও ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে ভোটদানে আগ্রহ কিছুটা কম, তারপরও এ বয়সভিত্তিক অংশগ্রহণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন