০৪ মে ২০১২, শনিবার, ১০:১৬:২৮ পূর্বাহ্ন


সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে বিয়ানীবাজার সমিতির বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২২
সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে বিয়ানীবাজার সমিতির বনভোজন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সামাজিক সংগঠন বিয়ানীবাজার সমিতির  নতুন কমিটির বনভোজন সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে গত ২৪ জুলাই উডহেভেনের  ফরেস্ট  পার্কে  অনুষ্ঠিত হয়। বনভোজনে সকাল থেকেই লোকজন আসতে থাকে। তবে দুপুরের দিকে লোকজনের উপস্থিত পিকনিক স্পট  হয়ে  উঠে  উৎসবমুখর এবং আমেজে ভরপুর। পাখির  কোলাহল ও জনজনের কোলাহল একত্রে  মিশে  ছায়াতলে বিরাট পরিসরে মাটিতে  মাদুর, বিছানার চাদর দিয়ে আয়েশে পান সুপারি মুখে দিয়ে গল্প গুজবে মেতে ওঠা পিকনিককে ভিন্নমাত্রায় নিয়ে যায়।

এ ছাড়া সমিতির সৌজন্যে চানা-মুড়ির ব্যতিক্রমী উদ্যোগকে সবাই স্বাগত জানান। অনেকে মনে করেছিলেন পিকনিকে তেমন কোনো লোকসমাগম  হবে না। সে ধারণাকে উল্টো করে সমাগম ছিল অবিশ্বাস্য। পিকনিকে আগতদের অভ্যর্থনা জানাতে ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুর মিয়া, সেক্রেটারি নাজমুল হক মাহবুবসহ পরিষদের সবাই যার যার অবস্থান থেকে স্বাগত জানান। শুধু  তাই নয় পিকনিকে রাফেল ড্র’র আকর্ষণীয় পুরস্কারের বর্ণনা টিকেট ক্রয়ে উৎসাহিত করার লক্ষ্যে সারাক্ষণ প্রচারণায় ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ তালহা।

খেলার মধ্যে ছিলো বাচ্চাদের দৌড়, চকোলেট পিকআপ, বড়দের বালিশ খেলা, রশি টানাটানি। খেলা পরিচালনায় ছিলেন পিকনিক উদযাপন কমিটির সদস্য সচিব খলকুর রহমান।  দুই বছর পর বিয়ানীবাজার সমিতির পিকনিক ঘিরে জমে উঠেছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন  দিন পর অনেককে কাছে  পেয়ে  অনেক যেমন আবেগাপ্লুত হয়েছিলেন। তেমনি অনেকে হারানোর বেদনা। অনেকে মনঃকষ্ট অনুভব করেন। পিকনিকে বাচ্চাদের খেলা, বালিশ খেলা, রশিদ টানাটানিসহ আকর্ষণীয় ১০টি  রাফেল ড্র’র পুরস্কার ছিল। প্রথম পুরস্কার ঢাকা-নিউইয়র্ক-ঢাকা রাউন্ড ট্রিপ টিকেটে। সৌজন্যে হাজি  শামসুল ইসলাম। উপদেষ্টা বিয়ানীবাজার সমিতি।

২য় পুরস্কার পোর্টেবল এয়ারকন্ডিশন- সেজন্যে আহমদ এ হাকিম। উপদেষ্টা বিয়ানীবাজার সমিতি। ৩য় পুরস্কার স্মার্ট টিভি, সৌজন্যে আব্দুল মান্নান। সভাপতি  বিয়ানীবাজার বাজার সমিতি। ৪র্থ পুরস্কার অ্যাপেল ওয়াচ, সৌজন্যে শিহাবুল ইসলাম ওজনপার্ক ট্রাভেলস। ৫ম পুরস্কার এপেল  আই পেড, সৌজন্যে আব্দুল নুর ডি এইচ কেয়ার। ৬ষ্ঠ  পুরস্কার লেপটপ, সৌজন্যে নিজাম উদ্দীন ডাইরেক্ট হেল্থ সৌর্স। ৭ম পুরস্কার এলজি  এয়ার কন্ডিশনার, সৌজন্যে মোহাম্মদ আলীম গেøাবাল এয়ার ট্রাভেলস। ৮ম পুরস্কার ইলেকট্রিক বাইক, সৌজন্যে সমিতির সহ-সেক্রেটারি নুর উদ্দিন। ৯ম পুরস্কার ক্রোম বুক সৌজন্যে জেপ নেট  সিং। ডিস্ট্রিক্ট ১৫ স্টেট সিনেট প্রার্থী। ১০ম পুরস্কার প্রেশার মেশিন সৌজন্যে গুলজার আলী আলহাক ফার্মেসি। পিকনিকের শেষাংশে রাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং  বিজয়ীদের  মধ্যে পুরস্কার বিতরণ করা  হয়।

এসময়  উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত ভোরের কাগজের নিয়মিত কলাম লেখক বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ফারুক যোশী, লন্ডন থেকে আগত মোস্তাক আহমদ, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা হাজি শামসুল ইসলাম, বুরহান উদ্দীন কপিল, সিরাজুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি  বদরুল হোসেন খান, সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান সাবু, মাসুদুল হক ছানু, মোস্তফা কামাল, মইজ উদ্দীন মনিয়া, মহিউদ্দিন (লাউতা) আব্দুশ শহীদ মাস্টার, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারি মিছবাহ আহমদ, ফখরুল ইসলাম দেলোয়ার, গেøাবাল এয়ার ট্রাভেলসের মোহাম্মদ আলীম, সারওয়ার হোসেন (লাউতা)সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। পিকনিকে সুস্বাদু খাবারের ব্যবস্থা  ছিল।

পিকনিক শেষে ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুর মিয়া ও সেক্রেটারি পিকনিকের দাওয়াত গ্রহণ করে প্রচР গরমে সবাই উপস্থিত হয়ে সুন্দর ও আনন্দ পূর্ণ করে  তোলার জন্য  সমিতির পক্ষ থেকে সবাইকে  ধন্যবাদ জ্ঞাপন করেন।


শেয়ার করুন