২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০১:২৮:৩৭ অপরাহ্ন


আ.লীগের ২৬ আসন খসালো জাতীয় পার্টি
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
আ.লীগের ২৬ আসন খসালো জাতীয় পার্টি


অবশেষে জাতীয় পার্টির নাটকে মঞ্চস্থ হলো শেষ দৃশ্য। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ওই নাটকে সমঝোতায় ছাড় পেয়েছে তারা ২৬ আসন। এটা আগেও দিতে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ তরফ থেকে বলা হয়েছিল, আসন দেওয়া হলেও তাদের প্রার্থী থাকবে। তাকে প্রত্যাহার করা হবে না। কিন্তু জাতীয় পার্টি সেটা মানেনি। তাদের দাবি ছাড় দেওয়া আসনে নৌকার প্রার্থী থাকবে না। শেষ পর্যন্ত তাই হলো। দীর্ঘদিনের সঙ্গী ও সংসদে বিরোধীদল বনে যাওয়া জাতীয় পার্টি এবার নির্বাচনে অংশ নেবে না বলে যত হুমকি-ধমকি দিয়েছিল, সে নাটকের শেষ দৃশ্য মঞ্চস্থ হলো আওয়ামী লীগ থেকে ২৬ সিট খসিয়ে নিয়ে। 

গত ১৭ ডিসেম্বর রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও জানিয়েছেন, আসন্ন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে।

আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করা ২৬টি আসনের মধ্যে জাতীয় পার্টিকে রাজধানী ঢাকায় শুধু একটি আসনে ছাড় দিয়েছে। এটি হচ্ছে উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং বিমানবন্দর থানা ও ভাটারা থানার একাংশ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮। এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাহারা খাতুনের মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হওয়া হাবিব হাসান। এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী ও দলের নতুন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

নিম্নে দেওয়া গেল জাতীয় পার্টিকে সমঝোতার ভিত্তিতে ছাড় দেওয়া আসনসমূহ- 

ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩ আসনে রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ আসনে জি এম কাদের, কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনে শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ আসনে মো. মাশরেকুল আজম রবি প্রার্থী হচ্ছেন।

এছাড়া ময়মনসিংহ-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনে মো. মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-১ আসনে জহিরুল আলম রুবেল, ঢাকা-১৮ শেরীফা কাদের, হবিগঞ্জ-১ আসনে মো. আব্দুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুল হামিদ, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে সুলেমান আলম শেঠ, নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান। এর মধ্যে দুই আসন রয়েছে, যারা আওয়ামী লীগের উপনির্বাচনে সবে জিতে এসেছে। কিন্তু তাদের একদিনের জন্য সংসদে বসার সৌভাগ্য হয়নি। যোগ দিতে পারেননি কোনো অধিবেশনে। এর মধ্যেই বাদের খাতায় উঠে গেছে নাম।

শেয়ার করুন