২৭ এপ্রিল ২০১২, শনিবার, ৬:১৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


ঢাকায় ব্যাস্ততম সময় কাটাচ্ছেন রেনা বিটার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৩
ঢাকায় ব্যাস্ততম সময় কাটাচ্ছেন রেনা বিটার রিনা বিটার ঢাকায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলমের সাথে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন পিটার হাস/ছবি সংগৃহীত


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু করতে সহায়তার অংশ হিসেবে’ তথা বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গত ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেয়। ওই ঘোষণার পর বাংলাদেশ সফরে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। রেনা বিটার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক সহকারী মন্ত্রী। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌছান তিনি। বাংলাদেশে তিনি সরকার ও দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।


তাঁর এই সফরে যুক্তরাষ্ট্র অভিমুখে বৈধ ভ্রমণ সংক্রান্ত কথা ভিসা, অভিবাসন এবং বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
এছাড়াও রিনা বিটার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলমের সাথে বৈঠক করেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে। তার ঢাকায় অবস্থানকালীন সময় তিনি ব্যস্ততম সময় কাটাবেন বলে জানা গেছে।

শেয়ার করুন